চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে একই ইউনিয়নে এক চেয়ারম্যান পদপ্রার্থীর স্ত্রীও মনোনয়নপত্র দাখিল করেছেন। রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নে ঘটনাটি ঘটেছে।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হয়েছেন আব্দুর রউফ। একই পরিবার থেকে একই পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন তাঁর স্ত্রী মেনোকা মাহাবুব সরকার।
এমন সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে আব্দুর রউফ বলেন, ‘রাজনৈতিক কৌশল হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো কারণে যদি লাঙ্গল প্রতীক নিয়ে তিনি নির্বাচন করতে না পারেন, তাহলে তাঁর স্ত্রী যেন প্রার্থী হয়ে নির্বাচন করতে পারেন।’
ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আব্দুর রশিদ নামের এক ভোটার বলেন, ‘আমি জাতীয় পার্টির ও চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের একজন ভক্ত। কিন্তু মেনোকা ভাবিও আমাকে ভীষণ ভালোবাসেন। এ ক্ষেত্রে আমি কাকে ভোট দেব, তা নিজেই নির্ধারণ করতে পারছি না!’
চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দাখিলের তালিকায় স্বামী-স্ত্রী দেখে ভোটারদের মাঝে বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে। বিষয়টি উপজেলার প্রধান আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে।