হোম > সারা দেশ > রংপুর

ধারের টাকা তুলতে নিরুপায় শিক্ষকের হালখাতা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

নতুন বছরে নতুন হিসাবের খাতা খোলেন ব্যবসায়ীরা। তাই আগের বছরের হিসাব মিটিয়ে নিতে তাঁরা আয়োজন করেন হালখাতা। বাংলা নববর্ষে এটি দীর্ঘদিনের ঐতিহ্য। এ দিনে বেশ আয়োজন করে হালখাতা করা হয়। ভালো খাওয়া–দাওয়ার আয়োজন থাকে।

তবে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধার দেওয়া টাকা ফেরত পেতে হালখাতার আয়োজন করেছেন এক শিক্ষক। ধার নেওয়া ব্যক্তিদের স্মরণ করিয়ে দিতেই এমন আয়োজন বলে জানিয়েছেন তিনি। আগামী ১২ জানুয়ারি ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের হোটেল আন্ধারীঝাড়ে হালখাতা অনুষ্ঠিত হবে।

ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় এ. এম. এ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আউয়াল তাঁর পরিচিত বন্ধু–বান্ধবদের বিভিন্ন সময় প্রায় ৪ লাখ টাকা ধার দিয়েছিলেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও কেউ টাকা ফেরত দিচ্ছেন না। নিরুপায় হয়ে তিনি হালখাতার আমন্ত্রণপত্র ছাপিয়ে ৩০ থেকে ৩৫ জনকে দাওয়াত দিয়েছেন।

আব্দুল আউয়াল বলেন, ‘বিভিন্ন সময় পরিচিত ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি আমার কাছ থেকে প্রায় ৪ লাখ টাকা হাওলাত নিয়েছিলেন। যারা টাকা হাওলাত নিয়েছিলেন তাঁদের অনেকবার বলার পরেও টাকা ফেরত দেননি। হাওলাত নেওয়া ব্যক্তিদের মধ্যে এমন ব্যক্তিও আছেন যাদের ফেরত দেওয়ার কথা বারবার বলাও যায় না। তাই এই হালখাতার আয়োজন।’

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড