হোম > সারা দেশ > রংপুর

চাকু মেরে যুবককে হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জে যুবককে হত্যার ঘটনায় চাচাতো ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে গতকাল বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে র‍্যাব গতকাল সন্ধ্যায় তাঁকে তারাগঞ্জ থানায় হস্তান্তর করে। আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাঁকে জেল হাজতে পাঠায়। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা এই তথ্য জানিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, তারাগঞ্জ বাজারের গা ঘেঁষে মেথরপট্টিতে ১০টি পরিবার বসবাস করে আসছে। ওই পট্টির মালুয়া বাসফোরের ছেলে বিজয় বাসফোর ও জগদীশ বাসফোরের ছেলে মানিক বাসফোর সম্পর্কে চাচাতো ভাই। একসময় তাঁদের মধ্যে সুসম্পর্ক থাকলেও একপর্যায়ে বিরোধ দেখা দেয়।

এজাহারে বলা হয়, গত শনিবার রাতে মানিক বাসফোর বিজয় বাসফোরকে উদ্দেশ করে গালাগাল করেন। এর কারণ জানতে বিজয় বাসফোর ও তাঁর বাবা মালুয়া বাসফোর মানিকের উঠানে যান। তাতে মানিক বাসফোর ও তাঁর স্ত্রী পারুল রানী উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় মানিক বাসফোরকে পারুল রানী বলেন, ‘বিজয় আমার বদনাম রটায়। ওকে প্রাণে মেরে ফেলতে হবে।’ পরে মানিক ঘর থেকে ধারালো চাকু এনে বিজয়ের গলায় ঢুকিয়ে দেয়। তাতে বিজয় মাটিতে লুটিয়ে পড়েন।

গুরুতর অবস্থায় বিজয়কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে মারা যান। এ ঘটনায় বিজয়ের বাবা মালুয়া বাসফোর বাদী হয়ে মানিক বাসফোর ও তাঁর স্ত্রী পারুল রানীকে আসামি করে গত রোববার তারাগঞ্জ থানায় হত্যা মামলা করেন। বিজয় বাসফোর উপজেলার ইকরচালী উচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা আজকের পত্রিকাকে বলেন, তথ্যপ্রযুক্তির সাহায্যে মানিক বাসফোরকে র‍্যাবের সহায়তায় গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। পরে র‍্যাব তাঁকে তারাগঞ্জ থানায় হস্তান্তর করে। আজ শুক্রবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। মামলার আরেক আসামি পারুল রানী পলাতক রয়েছেন। তাঁকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার