হোম > সারা দেশ > গাইবান্ধা

সুশাসন প্রতিষ্ঠায় সহযোগিতা চাইলেন এমপি শামীম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি বলেছেন, ‘এলাকায় সুশাসন নিশ্চিত করা আমার নির্বাচনী ওয়াদা ছিল। আর সেটি করতেও পেরেছিলাম প্রশাসন–পুলিশসহ সবার সহযোগিতায়। সে কারণে কোন নিরীহ ব্যক্তিকে নির্যাতন, রাজনৈতিক হয়রানি ও হামলা-মামলার শিকার হতে হয়নি।’ 

আজ বৃহস্পতিবার উপজেলা জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে তিনি এসব কথা বলেন। 

ব্যারিস্টার শামীম উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন বলেন, ‘সুন্দরগঞ্জে দীর্ঘতম সেতু তিস্তার কাজ প্রায় সমাপ্তির দিকে। সর্ববৃহৎ নদী রক্ষা প্রকল্পের কাজ চলমান। বামনডাঙ্গা রেলস্টেশন আধুনিকায়ন, হাসানগঞ্জ রেলস্টেশনে যাত্রী ছাউনি নির্মাণ ও বামনডাঙ্গার মোহনা পাঠাগারটি আধুনিকায়ন করা হয়েছে। সুন্দরগঞ্জে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা ও পুলিশের জন্য চারটি গাড়ি প্রদান করেছি।’ 

তিনি আরও বলেন, ‘দ্বাদশ সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে লাঙ্গল মার্কা নিয়ে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। অতীত অভিজ্ঞতা থেকে ভুল–ভ্রান্তি কাটিয়ে পুনরায় জনগণের সেবায় নিয়োজিত থাকতে চাই। আপনারা ভোট দিয়ে আমাকে সেই সুযোগ দেবেন।’ 

এ সময় সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মণ্ডল, জাপা নেতা মুন্সী আমিনুল ইসলাম সাজু, সাংবাদিক ও সাহিত্যিক মতিয়ার রহমান পাটোয়ারীসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস