হোম > সারা দেশ > রংপুর

রংপুরে মারধরের প্রতিবাদে পলিটেকনিকের শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

রংপুর প্রতিনিধি

রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। সজিব রায়হান নামের পলিটেকনিকের এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে আজ সোমবার রাত ৮টার দিকে রংপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় হামলাকারী রিহানকে গ্রেপ্তারের দাবি জানান তাঁরা। 

শিক্ষার্থী ও পুলিশ সূত্র জানায়, ইফতারের পর রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ৭ম সেমিস্টারের শিক্ষার্থী সজিব রায়হান পলিটেকনিকের সামনে গেলে মারধর করেন স্থানীয় যুবক রিহান। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মেসে থাকা শিক্ষার্থীরা একত্রিত হয়ে রিহানের বাড়ির দিকে যাওয়ার সময় স্থানীয়রা বাধা দেয়। এরপর শিক্ষার্থীরা রংপুর প্রেসক্লাবের সামনে সড়কে অবস্থান নেন। এতে সড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের। ভোগান্তিতে পড়েন রোজাদার পথচারী ও নগরবাসী। পরে পুলিশ এসে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশ্বাস দিলে শিক্ষার্থীরা হলে ফিরে যান। 

ঘণ্টা ব্যাপী বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা দাবি করেন, বখাটে রিহান এর আগেও শিক্ষার্থীদের মারধর করেছে। বিভিন্ন সময় পলিটেকনিকের ছাত্রীদের উত্ত্যক্ত করেছেন। সর্বশেষ সজিব রায়হানকে বেধরক মারপিট করে গুরুতর আহত করেন। তাঁরা বখাটে রিহানকে গ্রেপ্তার ও টোকাই মুক্ত ক্যাম্পাসের দাবি করেন। 

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। শিক্ষার্থীরা ক্যাম্পাস মেসে ফিরে গেছে। বর্তমানে পরিবেশ শান্ত আছে।

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা