হোম > সারা দেশ > রংপুর

পাবনায় হত্যা মামলার ২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি

পাবনা সদর উপজেলার একটি হত্যা মামলার ২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার রাজধানী ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র‍্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান। 

গ্রেপ্তার চাঁদ মিয়া ওরফে চাঁদু মিয়া (৫০) পাবনা সদর উপজেলার বলরামপুর গ্রামের বাসিন্দা। ২০০৩ সালের একটি হত্যাকাণ্ডের অন্যতম সাজাপ্রাপ্ত আসামি ছিলেন তিনি। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৩ সালের ৭ ডিসেম্বর চর রানীনগর গ্রামের সোবাহান শেখের ছেলে এবাদুল হককে তুলে নিয়ে স্কুল ঘরের মধ্যে বন্দী করে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭–৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই ইউনুস শেখ। 

এ ঘটনার দুবছর পর ২০০৫ সালে ১৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ আসামিদের বিভিন্নজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১৬ জনের মধ্যে ১৫ জন কারাগারে থাকলেও এতদিন পলাতক ছিলেন চাঁদ মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২, সিপিসি-২ পাবনা এবং র‍্যাব-১, সিপিসি-২ উত্তরা এর যৌথ নেতৃত্বে র‍্যাবের এক দল রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে। আজ রোববার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ