হোম > সারা দেশ > লালমনিরহাট

চা চাওয়াকে কেন্দ্র করে যুবকের চোখ তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ শ্রমিকের বিরুদ্ধে

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে আদিতমারীতে তুচ্ছ ঘটনার জেরে কাচের গ্লাস দিয়ে এক রাজমিস্ত্রির চোখ তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে হোটেল শ্রমিকের বিরুদ্ধে। এ ঘটনায় আজ রোববার দুপুরে আহত রাজমিস্ত্রির ভাই বাদী হয়ে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

আহত রাজমিস্ত্রির নাম সামছুল ইসলাম (৩২)। তিনি আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে। অভিযুক্ত হোটেল শ্রমিক নাজমুল ইসলাম একই উপজেলার ভাদাই ইউনিয়নের সজিব বাজার এলাকার কাশেম আলীর ছেলে। 

অভিযোগে জানা গেছে, গতকাল শনিবার রাতে কাজ শেষ করে সজিব বাজার এলাকার মাইদুল ইসলামের হোটেলে কয়েকজন সহকর্মীসহ চা খেতে যান সামছুল ইসলাম। এ সময় তিনি হোটেল শ্রমিক নাজমুলকে তিনটি চা দিতে বলেন। পরে নাজমুল একটি চা নিয়ে আসলে বাকি চা কখন দেবে এমন প্রশ্ন করলে ক্ষিপ্ত হন নাজমুল। এ সময় হাতে থাকা কাচের গ্লাস বেসিনে ভেঙে সামছুলের চোখে কয়েক বার আঘাত করেন। দোকানের অন্যান্যরা এগিয়ে এলে নাজমুল পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সামছুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

প্রত্যক্ষদর্শী রোমান মিয়া বলেন, ‘বাকি ২টা চা কখন দেবেন—এমন প্রশ্ন করতেই ক্ষেপে গিয়ে গ্লাস ভেঙে অতর্কিতভাবে চোখে আঘাত করে হোটেল শ্রমিক পালিয়ে যায়। হোটেলের লোকজন সবাই হতভম্ব হয়ে যায়। শুনেছি হোটেল শ্রমিক নাজমুল নেশাগ্রস্ত ছেলে।’ 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা সানাউল হাসান বলেন, ভাগ্যক্রমে চোখটা বেঁচে গেছে। তবে বাম চোখের চার দিকেই কাচের টুকরো ঢুকেছিল যা অপসারণ করা হয়েছে। আশঙ্কামুক্ত হলেও সুস্থ হতে কিছুটা সময় লাগবে। 

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।’

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু