হোম > সারা দেশ > রংপুর

গঙ্গাচড়ায় চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি 

রংপুরের গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত অটোরিকশাচালক ইউনুস আলী সুমন। ছবি: আজকের পত্রিকা

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চালককে ছুরিকাঘাত করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বড়াইবাড়ী-গঙ্গাচড়া রোডের বড়াইবাড়ী তেলের পাম্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অটোরিকশাচালকের নাম ইউনুস আলী সুমন (৩৫)। তিনি উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ ঘোনটারী গ্রামের আইয়ুব আলীর ছেলে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সুমন বলেন, ‘নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার আনোয়ারমারী মাদ্রাসার চারজন ছাত্র নাকি পালিয়ে গেছে। সেই ছাত্রদের এক অভিভাবক আবার মাদ্রাসায় নিয়ে যাবে বলে রংপুরের বাংলাদেশ ব্যাংক মোড় থেকে আমার অটোরিকশা ভাড়া করে দেন এক সিএনজিচালক। ভাড়া নিয়ে আমি আনোয়ারমারীর উদ্দেশে রওনা হই। রাত গভীর হওয়ায় গঙ্গাচড়া বাজারে এসে ছোট ভাই জিহাদকে সঙ্গে নিয়ে আনোয়ারমারী যাই। পরে আনোয়ারমারীতে তাদের নামিয়ে দিয়ে বাড়ির উদ্দেশে রওনা হই।’

আহত অটোচালক বলেন, ‘পথিমধ্যে উপজেলার বড়াইবাড়ী তেলের পাম্প পার হলে ফাঁকা স্থানে রাস্তায় কলাগাছ ফেলে আমাদের পথ আটকে দেয় ছয়-সাতজনের একটি ডাকাত দল। সে সময় আমার অটো ভাড়া করে দেওয়া ওই সিএনজিচালক রংপুর থেকে বড়াইবাড়ীর উদ্দেশে যান। আমার সামনে তাঁর সিএনজিচালিত অটোরিকশা আটকিয়ে কী যেন কথা বলে ডাকাতেরা তাঁকে ছেড়ে দেয়। পরে আমাদের দুই ভাইকে বেধড়ক মারধর এবং আমাকে মাথায় ও চোখের ওপরের অংশে ছুরিকাঘাত করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় ডাকাত দল। ছোট ভাই জিহাদের সঙ্গে থাকা মোবাইল ফোন দিয়ে বাসায় ফোন দিলে আমার বাবা, চাচা, ভগ্নিপতি আমাদের উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।’

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে কেউ করেনি। আপনার কাছ থেকে জানলাম। এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কি না, খোঁজখবর নেওয়া হবে।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ