হোম > সারা দেশ > রংপুর

পীরগাছায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা 

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে পঞ্চাশোর্ধ্ব বয়সের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। পরে তাঁর পরিবারের লোকজন রেললাইন থেকে মরদেহ উদ্ধার করে দ্রুত সৎকার করেছে। পুলিশ বলছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। 

আজ রোববার সকাল সাড়ে ৮টার উপজেলার কৈকুড়ী ইউনিয়নের দিলাল পাড়া রেলগেটে এ ঘটনা ঘটে। 

নিহতের নাম গৌরাঙ্গ (৫২)। তিনি উপজেলার অনন্তরাম কুড়িপাড়া গ্রামের মৃত নারায়ণ চন্দ্রের ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। 

বোনারপাড়া রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা বলছে, রোববার সকাল সাড়ে ৮টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী মেইল ট্রেন উপজেলার কৈকুড়ী ইউনিয়নের দিলালপাড়া পৌঁছালে গৌরাঙ্গ চন্দ্র ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তাঁর পরিবারের লোকজন রেললাইন থেকে মরদেহ নিয়ে গিয়ে তড়িঘড়ি করে দাহ করেন। পরে বোনারপাড়া রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গেলে, গৌরাঙ্গ মানসিক ভারসাম্যহীন বলে জানায় তাঁর পরিবার। 

এ বিষয়ে জানতে বোনারপাড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যাওয়ার আগেই মরদেহ তড়িঘড়ি করে দাহ করে ফেলেছে। এটা মোটেও ঠিক হয়নি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার