হোম > সারা দেশ > রংপুর

দুই ছাত্রের চেষ্টায় ৭ বছর পর অবসর ভাতা পেলেন শিক্ষক

প্রতিনিধি

পীরগাছা (রংপুর): অবশেষে অবসর ভাতার টাকা হাতে পেয়েছেন পীরগাছা জেএন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আব্দুল মান্নান। দীর্ঘ সাত বছর পর তাঁর ছাত্র শেখ শোভন ও শাকিল আহমেদের চেষ্টায় টাকাগুলো পেলেন বলে জানিয়েছেন তিনি।

জানা গেছে, পীরগাছা জেএন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন আব্দুল মান্নান (৬৭)। দাপ্তরিক কাজের পাশাপাশি মাঝে মধ্যে ক্লাসও নিতেন তিনি। ২০১৪ সালের সেপ্টেম্বরে চাকরির মেয়াদ পূর্ণ হলে অবসরে যান তিনি। এরপর কল্যাণ ফান্ডের এক লাখ টাকা পেলেও অবসর ভাতা পাচ্ছিলেন না। এরই মধ্যে তাঁর ছোট ছেলে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর একা হয়ে পড়েন আব্দুল মান্নান।

অবসর ভাতা পেতে দৌড়ঝাঁপ করতে করতে দিশেহারা হয়ে পড়েন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশ হলে ২০২০ সালের আগস্টে এগিয়ে আসেন তাঁর দুই ছাত্র শেখ শোভন ও শাকিল আহমেদ। তাঁরা শিক্ষা মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট দপ্তরে ঘোরাঘুরি করে শিক্ষক আব্দুল মান্নানের অবসর ভাতার টাকা ছাড়ের জন্য দৌড়ঝাঁপ শুরু করেন।

শেখ শোভন বলেন, অনেক চেষ্টায় পরম শ্রদ্ধাভাজন আব্দুল মান্নান স্যারের অবসর ভাতার টাকা তাঁর হাতে তুলে দিতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। যে শিক্ষকেরা মিলেমিশে আমাদের তৈরি করেছেন তাঁদের অসহায় অবস্থায় এগিয়ে আসতে পারাটা সত্যিই গর্বের। ছাত্রজীবনের শেষ প্রান্তে এসে শিক্ষকের জন্য কিছু করতে পেরে আমি ধন্য।

ছাত্রদের এমন কাজে আপ্লুত আব্দুল মান্নান বলেন, অবসরের টাকা পেতে ঢাকায় অনেক দৌড়ঝাঁপ করা লাগে। কিন্তু ঢাকা যাওয়া–আসা করার মতো সামর্থ্য ছিল না আমার। পরিবারে কর্মক্ষম কেউ না থাকায় অনেক দিন ধরে অবসরের টাকা না পেয়ে আমি মানবেতর জীবনযাপন করেছি। অবশেষে ছাত্র শেখ শোভন ও শাকিলের সহযোগিতায় টাকাটা পেয়ে আমি খুশি। বিশেষ করে শেখ শোভনের অবদান আমৃত্যু মনে থাকবে।

উল্লেখ্য, গত বছরের আগস্টে আব্দুল মান্নানের অবসরজীবনের কষ্টের কথা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ পায়। শিক্ষকের এই করুণ দশা ও ঢাকা যাওয়া আসার হয়রানি ঘুচাতে যাবতীয় দায়ভার নিজ কাঁধে তুলে নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শেখ শোভন। তাঁকে সহযোগিতা করেন শাকিল আহমেদ।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ