হোম > সারা দেশ > নীলফামারী

৯৯৯-এ ফোন পেয়ে ৪ ঘণ্টার মধ্যে ব্যবসায়ীর ১৫ লাখ টাকা উদ্ধার করল পুলিশ

নীলফামারী প্রতিনিধি

জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে ৪ ঘণ্টার মধ্যে ব্যবসায়ীর হারিয়ে যাওয়া ১৫ লাখ টাকা উদ্ধার করেছে নীলফামারী সদর থানা-পুলিশ। 

শনিবার (১০ জুন) সন্ধ্যায় উদ্ধারকৃত টাকা ব্যবসায়ী রফিকুল ইসলামের হাতে তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুরুল। এ সময় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার, পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র মণ্ডলসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

ব্যবসায়ী মো. রফিকুল ইসলামের বাড়ি বগুড়ার ধুনটে। তিনি ওই উপজেলার চৌকিবাড়ি এলাকার মৃত আমীর হামজার ছেলে। তিনি নীলফামারী এলাকায় ভুট্টা কিনতে এসেছিলেন। 

পুলিশ জানায়, সকাল ১১টার দিকে ওই ব্যবসায়ী জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করে টাকা হারিয়ে যাওয়ার কথা জানান। তিনি জানান, নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের কানাইকাটা এলাকায় চায়ের দোকানে ভুলে ব্যাগ রেখে আসেন। পরে গিয়ে আর ব্যাগটি পাননি। ব্যাগে ১৫ লাখ টাকাসহ গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ছিল। 

সংবাদটি পাওয়ামাত্র নীলফামারী সদর থানার মোবাইল টিমের দায়িত্ব থাকা এসআই রনি কুমার পাল কয়েকজন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে তাৎক্ষণিক বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেন। বিকেল ৩টার দিকে চায়ের দোকানদার জবেদ আলীর বাড়ি থেকে টাকার ব্যাগটি উদ্ধার করা হয়। সন্ধ্যায় সদর থানায় সবার উপস্থিতিতে ব্যবসায়ীর হাতে টাকার ব্যাগটি হস্তান্তর করা হয়।

ব্যবসায়ী রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ভুট্টা কেনার জন্য এসে ১৫ লাখ টাকাসহ ব্যাগ হারানোর পর ৯৯৯-এ ফোনকল করি। পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে হারানো টাকাটা ফিরে পেয়েছি। এ জন্য নীলফামারী সদর থানার ওসি ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই।’

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুরুল বলেন, ‘৯৯৯–এ ফোন পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে পাঠাই। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে চার ঘণ্টার ব্যবধানে টাকাটা উদ্ধার করতে সক্ষম হই। পরে সন্ধ্যায় টাকার প্রকৃত মালিক ব্যবসায়ী রফিকুল ইসলামের হাতে তুলে দেওয়া হয়।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ