হোম > সারা দেশ > রংপুর

পঞ্চগড়ে চা-বোর্ডের অভিযান: ৩ কারখানা ও ২ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে চা-বোর্ডের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি চা কারখানা ও দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট চার লাখ টাকা জরিমানা করেছেন। গতকাল সোমবার ও গত রোববার ভ্রাম্যমাণ আদালত এসব অভিযান পরিচালনা করেন।

চা-বোর্ড সূত্রে জানা গেছে, চা ব্যবসায় বাংলাদেশ চা-বোর্ড ও বিএসটিআইয়ের বৈধ লাইসেন্স না থাকা, অননুমোদিত ট্রেড মার্ক ও মূল্য সংযোজন কর (মূসক) চালান ব্যবহার না করা, চায়ের মোড়ক নকল, রাজস্ব ফাঁকি এবং কালোবাজার থেকে চা কেনার অভিযোগে গত সোমবার পঞ্চগড় সদর উপজেলায় দুটি চা প্যাকেটজাত প্রতিষ্ঠান ‘মিরপুরী চা’ ও ‘আল আমিন টি’কে যথাক্রমে ৫০ হাজার ও ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ চা-বোর্ডের উপসচিব মোহাম্মদ রুহুল আমীন।

এ ছাড়া এর আগের দিন রোববার চা আইন লঙ্ঘন ও চাষিদের চাপাতার মূল্য যথাযথভাবে পরিশোধ না করার অভিযোগে তিনটি বটলিফ কারখানা ‘মৈত্রী টি ইন্ডাস্ট্রিজ’, ‘উত্তরা গ্রিন টি লিমিটেড’ ও ‘নর্থ বেঙ্গল সেন্ট্রাল টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড’কে ৫০ হাজার করে ১ লাখ ৫০হাজার টাকা জরিমানা করা হয়। এসব অভিযানে সহযোগিতা করে পঞ্চগড় জেলা প্রশাসন। 
 
ভ্রাম্যমাণ আদালত সূত্র বলছে, নিয়মিত চা কারখানা পরিদর্শনের অংশ হিসেবে বেশ কিছু চা কারখানায় যান চা-বোর্ডের কর্মকর্তারা। পরে সদর উপজেলার মৈত্রী টি ইন্ডাস্ট্রিজ, উত্তরা চা কারখানা লিমিটেড ও নর্থ বেঙ্গল সেন্ট্রাল টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে চা-বোর্ডের আইন লঙ্ঘন ও চাষিদের চাপাতার মূল্যে যথাযথভাবে পরিশোধ না করার অভিযোগে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এসব অভিযানে পঞ্চগড় আঞ্চলিক চা-বোর্ডের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সায়েদুল হকসহ সদর থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ চা-বোর্ডের উপসচিব মোহাম্মদ রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়মিত চা কারখানা পরিদর্শনের অংশ হিসেবে পঞ্চগড়ে বেশ কয়েকটি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। বেশ কিছু বটলিফ কারখানার বিরুদ্ধে চা আইন লঙ্ঘন ও চাষিদের চাপাতার যথাযথ মূল্য পরিশোধ না করা এবং ব্যবসাপ্রতিষ্ঠানে নানা অভিযোগের প্রমাণ মেলায় আর্থিক জরিমানা করা হয়। চা-বোর্ড এ ধরনের কোনো অনিয়ম এবং আইনের লঙ্ঘন দেখলে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ