হোম > সারা দেশ > রংপুর

‘জিনের বাদশা’ পরিচয়ে ধন–সম্পদ পাইয়ে দেওয়ার আশ্বাস, অভিযুক্ত কারাগারে

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল মঙ্গলবার উপজেলার নতুনহাট বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। এ সময় তার কাছ থেকে সোনালি রঙের একটি পিতলের মূর্তি জব্দ করা হয়।

গ্রেপ্তার আব্দুর রশীদ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাড়িয়া গ্রামের বাসিন্দা।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন আজকের পত্রিকাকে ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক আব্দুর রশীদের নামে প্রতারণার মামলা হয়েছে। আজ (বুধবার) তাকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।’

স্থানীয়রা জানান, আব্দুর রশীদ (৩৫) চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ধুলার কুটি গ্রামের আকবর আলীর স্ত্রী খয়েরজান বেগমের মোবাইলে ফোন করে নিজেকে ‘জিনের বাদশা’ পরিচয় দেয়। তার কথা অমান্য করলে পরিবারের সদস্য ও সংসারের ক্ষতি হওয়ার ভয়ভীতি দেখায়। এ ছাড়া ধন সম্পদ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বিকাশের মাধ্যমে বেশ কিছু টাকা হাতিয়ে নেয়।

ভুক্তভোগী খয়েরজান বেগম বলেন, ‘গত রোববার ভোরে মোবাইলে কল আসে। আল্লাহ ওলী সোলায়মান পয়গম্বর জিনের বাদশা পরিচয় দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে বলে। এরপর আরব দেশের দুই এতিম ছেলেকে সাহায্য করতে বলে। তার বিনিময়ে তিন হাঁড়ি টাকা ও এক হাঁড়ি হিরা-মনিক-মুক্তা পাওয়ার আশ্বাস দেয়। সকালে এক হাজার টাকা বিকাশ করি।’

তিনি আরও বলেন, ‘সোমবার ভোরে আবার ফোন আসে। তাহাজ্জুদ নামাজ পড়তে বলে। এদিন দুই এতিমের খাওয়া–দাওয়ার জন্য সাহায্য করতে বলে। আগের ধন-সম্পদের সঙ্গে নতুন করে সোনার হার পাওয়ার আশ্বাস দিয়ে টাকা বিকাশ করতে বলে। মঙ্গলবারে আবার তিন হাজার টাকা বিকাশে পাঠিয়ে দেই। এরপর ফোন দিয়ে সোনার হার ও হিরা-মানিক-মুক্তা নেওয়ার জন্য ব্যাগ নিয়ে সন্ধ্যায় নতুনহাট বাজারের পাশে যেতে বলে।’

গ্রাম পুলিশ বাহিনীর সদস্য আব্দুল হাকিম বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় নতুনহাট বাজার এলাকায় এক ব্যক্তি ঠিকানা জানতে চাই। তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে স্থানীয়দের সঙ্গে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। এ সময় তার কাছে সোনালি রঙের একটি মূর্তি পাওয়া যায়। মূর্তি পাওয়ার পর স্থানীয়দের সন্দেহ হয় ওই ব্যক্তি প্রতারক চক্রের সদস্য। তাকে আটক করে ইউনিয়ন পরিষদ ভবনে নেওয়া হয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।’

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা