হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুর বোর্ডে ৪ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি 

দিনাজপুর প্রতিনিধি

নীলফামারীর ডিমলা শেখ ফজিলাতুননেসা মুজিব গার্লস হাইস্কুলে শিক্ষার্থী মাত্র দুজন। এসএসসি পরীক্ষায় অংশ নিলেও পাস করেনি। ফলে পাসের হার শূন্যই থেকে গেল। এ রকম দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন মোট চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি। 

এগুলো হলো–গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ ঘোগোয়া গার্লস হাইস্কুল, পরীক্ষার্থী ১৪ জন। নীলফামারীর ডিমলা শেখ ফজিলাতুননেসা মুজিব গার্লস হাইস্কুলে দুজন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পূর্ব শুখহাটি গার্লস হাইস্কুলে পাঁচজন ও দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার চৌমুহনী মডেল হাইস্কুলে ছয়জন পরীক্ষার্থী। 

তথ্যমতে, চলতি বছর দিনাজপুর বোর্ডে আটটি জেলার ২৭৮টি কেন্দ্রে দুই হাজার ৭৩০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এর মধ্যে ৭৭টি স্কুলের শিক্ষার্থী শতভাগ পাস করেছে। পাসের হার ৭৮ দশমিক ৪৩ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১০৫ জন। 

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘দিনাজপুর বোর্ডের অধীনে রংপুর বিভাগের আটটি জেলায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল দুই লাখ ৪৪৪ জন। এর মধ্যে অংশ নিয়েছে এক লাখ ৯৮ হাজার ১৮৪ জন। আর পাস করেছে এক লাখ ৫৫ হাজার ৪৩৫ জন। বহিষ্কার হয়েছে ৬৬ জন।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ