হোম > সারা দেশ > লালমনিরহাট

প্রধানমন্ত্রী ধর্মপ্রাণ মুসলমান, তাহাজ্জুদ পড়ে ঘুমান, উঠে ফজর পড়েন: স্বরাষ্ট্রমন্ত্রী

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘প্রধানমন্ত্রী একজন ধর্মপ্রাণ মুসলমান। তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমান এবং ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে দেশ ও জনগণের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি যত দিন বেঁচে থাকবেন, দেশ আর অন্ধকারে যাবে না। তিনি জনগণের প্রত্যাশা পূরণে সবকিছু করছেন। তাঁর ডিকশনারিতে না বলে কোনো শব্দ নেই।’

আজ মঙ্গলবার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩) রংপুরের আয়োজনে অসহায় ও দুস্থদের মধ্যে র‍্যাব ফোর্সেসের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ জঙ্গি ও সন্ত্রাস দমনে সফল হয়েছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করছে।

মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে যে শহীদদের কবর দেশের বাইরে আছে, তাঁদের দেহাবশেষ দেশে এনে কবর দেওয়ার ইচ্ছা রয়েছে প্রধানমন্ত্রীর।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন, র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন, র‍্যাব-১৩ রংপুরের অধিনায়ক আরাফাত ইসলাম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক টি এম মমিন, জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ