হোম > সারা দেশ > লালমনিরহাট

ছিটমহল বিলুপ্তির নবম বর্ষপূর্তি উদ্‌যাপন পাটগ্রামে

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামে ছিটমহল বিলুপ্তির নবম বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা আলোচনা সভা, দোয়া মাহফিল ও মোমবাতি প্রজ্বলনের আয়োজন করে। 

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের বিলুপ্ত ছিটমহল বড়খেঙ্গী এলাকার মুজিব-ইন্দিরা নগরে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলুপ্ত ছিটমহল বিনিময় সমন্বয় কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি গোলাম মতিন রুমি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু ও রেজওয়ানা পারভীন সুমি। সভায় বিলুপ্ত ছিটমহলের নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও পঞ্চগড় জেলার বাসিন্দা ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং সরকারের নিকট ৭ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে ছিটমহল বিনিময়ের আন্দোলনে অবদান রাখাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ছিটমহল বিনিময়ের দিনটিকে জাতীয় দিবস ঘোষণা এবং বিলুপ্ত ছিটমহলে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োজিত বিলুপ্ত ছিটমহলের বাসিন্দা শিক্ষকদের নিবন্ধন শিথিল করা প্রভৃতি। 

উল্লেখ্য, ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে ছিটমহলের বিলুপ্তি ঘোষণা ও ছিটমহল বিনিময় করা হয়।

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস