হোম > সারা দেশ > রংপুর

বিএনপির হাতে নিজের দলের মানুষ নিরাপদ নয়, বাংলাদেশও নিরাপদ নয়: ফয়জুল করীম

রংপুর প্রতিনিধি

রংপুর পাবলিক লাইব্রেরির মাঠে গণসমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। ছবি: আজকের পত্রিকা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘৫ আগস্টের পরে এখন পর্যন্ত শুধু বিএনপি বিএনপির নেতা-কর্মীদের হত্যা করেছে ১২৭ জনের ওপরে। যাদের কাছে নিজের দলের মানুষ নিরাপদ নয়, তাদের কাছে বাংলাদেশও নিরাপদ নয়। এত দিন আমরা জানতাম, জাহান্নামের আগুন জাহান্নামকে খেয়ে ফেলে। এখন আমরা দেখছি, এক বিএনপি আরেক বিএনপিকে খেয়ে ফেলছে।’

আজ শুক্রবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরির মাঠে চার দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে তিনি এসব কথা বলেন। মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘যাদের কাছে নিজেদের দলের মানুষ নিরাপদ নয়, তাদের কাছে বাংলাদেশের নাগরিক নিরাপদ হতে পারে না। যে দলের এক সংগঠক আরেক সংগঠককে চাঁদা দিতে হয়। সেই দলের কাছে বাংলাদেশের কোনো ব্যবসায়ী নিরাপদ থাকতে পারে না। যেই দলের মানুষ মানুষকে খুন করে, সেই দলের কাছে বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা থাকতে পারে না। যেই দল নিজেদের সংরক্ষণ করতে পারে না, নিজেদের মধ্যে শৃঙ্খলা-শিষ্টাচার বজায় রাখতে পারে না, তাদের মাধ্যমে বাংলাদেশের শৃঙ্খলা ঠিক থাকতে পারে না।’

বিএনপির নেতা ইশরাকের সমালোচনা করে ফয়জুল করীম বলেন, ‘ইশরাক সাহেবের উকিলরা বিচারককে বলেছেন, ইশরাকের পক্ষে রায় দেন তো ওখানে থাকবেন। রায় না দিলে ওখানে ঢুকতে পারবেন না। যাঁরা জোর করে নিজেদের পক্ষে রায় নিয়ে আসেন, তাঁদের মাধ্যমে বাংলাদেশের বিচারালয় কোনো দিন নিরাপদ থাকতে পারে না। কত রক্ত দেবেন, আবু সাঈদ কতবার জন্ম নেবে। আমরা অবৈধ সরকার, অবৈধ ব্যক্তিদের ক্ষমতায় আনার জন্য একফোঁটা রক্ত ঝরাতে চাই না। আমরা দুর্নীতিবাজ চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চাই না।’

আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘যারা নিজেরাই ঘোষণা দেয়—নির্বাচনের তারিখ ঘোষণা করো, না হলে আমরাই ঘোষণা দেব। যারা নিজেরা আইন তুলে নেয়, তাদের মাধ্যমে এ দেশের আইন নিরাপদ থাকতে পারে না। যারা মেয়র হওয়ার আগেই নগর ভবন দখল করে, তাদের কাছে বাংলাদেশের মানুষের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা থাকতে পারে না। এদের বাংলাদেশের মানুষ কোনো অবস্থাতেই গ্রহণ করবে না।’

এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ৬টি নির্বাচনী আসনের মধ্যে পাঁচ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি আংশিক) আসনের প্রার্থী হিসেবে এ টি এম গোলাম মোস্তফা বাবু, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে মাওলানা মো. আশরাফ আলী, রংপুর-৩ (সদর) আসন থেকে আমিরুজ্জামান পিয়াল, রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসন থেকে মোহাম্মদ জাহিদ হোসেন এবং রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে মোহাম্মদ গোলজার হোসেনের নাম ঘোষণা করা হয়।

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ