হোম > সারা দেশ > রংপুর

লাঙ্গলের প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে জয়ী বাণিজ্যমন্ত্রী 

রংপুর প্রতিনিধি

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে নৌকার প্রার্থী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জাতীয় পার্টির প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনেক ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছেন। আজ রোববার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান তাঁকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন। 

জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, কাউনিয়া ও পীরগাছা উপজেলার ১৬৩টি ভোটকেন্দ্রে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নৌকা প্রতীকে ১ লাখ ২১ হাজার ৬২২টি ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল ৪১ হাজার ৬৭১ ভোট পান। এ ছাড়া আরেক প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের সিরাজুল ইসলাম ডাব প্রতীকে ১ হাজার ১৯৫ ভোট পান। 

জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান জানান, রংপুর-৪ আসনে তিনজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে নৌকা প্রতীকে টিপু মুনশি সর্বোচ্চ ১ লাখ ২১ হাজার ৬২২ ভোট পাওয়ায় তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হলো।

রংপুর-৪ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৮ হাজার ৩৮৩ জন। তাঁদের মধ্যে নারী ভোটার ২ লাখ ৪৩ হাজার ৩৩০ জন, পুরুষ ২ লাখ ৩৫ হাজার ৪৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। দুটি উপজেলা নিয়ে গঠিত এই আসনের ১৬৩টি ভোটকেন্দ্রের ৯৭৭টি ভোটকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার