হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও‌য়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ তরুণ নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলের আরও তিন আরোহী। মুমূর্ষু অবস্থায় আহ‌তদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শ‌নিবার বিকেল সা‌ড়ে ৪টার দিকে সদ‌রের বড় খোঁচাবাড়ী-বেগুনবাড়ী সড়কের দৌলতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জগন্নাথপুর  ইউনিয়‌নের দৌলতপুর এলাকার নুর ইসলামের ছে‌লে নয়ন  ইসলাম (১৪) ও বেগুনবাড়ী  এলাকার রিয়াজুল  ইসলা‌মের ছে‌লে মোস্তা‌ফিজুর রহমান (২৬)।

‌স্থানীয় ই‌উপি সদস‌্য গ‌ণেশ রায় ও হাসপাতাল সূ‌ত্র জানা গেছে, নিহত নয়ন বা‌ড়ি থে‌কে মোটরসাইকেলে করে খোঁচাবা‌ড়ি বাজা‌রে যা‌চ্ছি‌ল। একই সময় বেগুনবা‌ড়ী এলাকার বাসিন্দা মোস্তা‌ফিজুর রহমান ও তাঁর তিন বন্ধু বা‌ড়ির দি‌কে যা‌চ্ছি‌লেন। পথে খোঁচাবাড়ী-বেগুনবাড়ী সড়কের দৌলতপুর এলাকায় পৌঁছালে ওই দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই নয়ন মারা যায়। এ সময় স্থানীয় লোকজন মোস্তা‌ফিজুর ও তাঁর সঙ্গী‌দের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনা‌রেল হাসপাতালে নেওয়ার পর মোস্তা‌ফিজুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

এ ঘটনায় গুরুতর আহত তিন মোটরসাইকেল আরোহী‌কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মে‌ডি‌কে‌লে পাঠিয়ে দেন চি‌কিৎসক।

সদর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফি‌রোজ ওয়া‌হিদ বলেন, ‘বিকে‌লে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নয়ন ও হাসপাতালে মোস্তা‌ফিজুর না‌মে  আরও এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ