হোম > সারা দেশ > গাইবান্ধা

ছাত্রকে চড় দেওয়ায় পিটুনির শিকার শিক্ষক

গাইবান্ধা প্রতিনিধি

দুষ্টুমি করায় ছাত্রকে চড় দেন শিক্ষক। এতে ক্ষিপ্ত হয়ে ঘটনার চার দিন পর উল্টো শিক্ষককে পেটাল ওই ছাত্র। আজ বৃহস্পতিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের পচারিয়া উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

গত মঙ্গলবার শ্রেণি কক্ষে দুষ্টুমি করায় অষ্টম শ্রেণির ওই ছাত্রকে চড় দেন বিদ্যালয়টির সহকারী শিক্ষক আব্দুল লতিফ আকন্দ। এ ঘটনার জেরে আজ তাঁকে পেটান ওই ছাত্র। 

শিক্ষক আব্দুল লতিফ আকন্দ বলেন, ‘আমি বৃহস্পতিবার বেলা সোয়া ১০টার দিকে বিদ্যালয়ে উপস্থিত হই। সিঁড়ি দিয়ে বিদ্যালয় ভবনের ওপর তলায় উঠছিলাম। এ সময় অষ্টম শ্রেণির ছাত্র সেলিম পেছন থেকে আমাকে লাঠি দিয়ে পর পর কয়েকবার আঘাত করে পালিয়ে যায়।’ 

এই শিক্ষক আরও বলেন, চার দিন আগে শ্রেণি কক্ষে ওই ছাত্র দুষ্টুমি করায় চড় দেওয়া হয়। এতে সে ক্ষিপ্ত হয়ে এ লাঠি দিয়ে পিটিয়েছে। 

ওই ছাত্রের বাবা এমদাদুল হক বলেন, ‘এ ঘটনার আগে শিক্ষক আব্দুল লতিফ মঙ্গলবার স্কুলে তাঁর ছেলেকে চড়সহ এলোপাতাড়ি মারধর করেন। এতে ক্ষুব্ধ হয়ে সে এই কাণ্ড ঘটায়। এ ঘটনায় আমরা দুঃখিত।’ 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমাকেও মারধরের হুমকী দিচ্ছেন ওই ছাত্রের অভিভাবকেরা। বিষয়টি আমি থানা কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ছাড়াও বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটিতে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’ 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। খতিয়ে দেখা হচ্ছে।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ