হোম > সারা দেশ > গাইবান্ধা

ছাত্রকে চড় দেওয়ায় পিটুনির শিকার শিক্ষক

গাইবান্ধা প্রতিনিধি

দুষ্টুমি করায় ছাত্রকে চড় দেন শিক্ষক। এতে ক্ষিপ্ত হয়ে ঘটনার চার দিন পর উল্টো শিক্ষককে পেটাল ওই ছাত্র। আজ বৃহস্পতিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের পচারিয়া উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

গত মঙ্গলবার শ্রেণি কক্ষে দুষ্টুমি করায় অষ্টম শ্রেণির ওই ছাত্রকে চড় দেন বিদ্যালয়টির সহকারী শিক্ষক আব্দুল লতিফ আকন্দ। এ ঘটনার জেরে আজ তাঁকে পেটান ওই ছাত্র। 

শিক্ষক আব্দুল লতিফ আকন্দ বলেন, ‘আমি বৃহস্পতিবার বেলা সোয়া ১০টার দিকে বিদ্যালয়ে উপস্থিত হই। সিঁড়ি দিয়ে বিদ্যালয় ভবনের ওপর তলায় উঠছিলাম। এ সময় অষ্টম শ্রেণির ছাত্র সেলিম পেছন থেকে আমাকে লাঠি দিয়ে পর পর কয়েকবার আঘাত করে পালিয়ে যায়।’ 

এই শিক্ষক আরও বলেন, চার দিন আগে শ্রেণি কক্ষে ওই ছাত্র দুষ্টুমি করায় চড় দেওয়া হয়। এতে সে ক্ষিপ্ত হয়ে এ লাঠি দিয়ে পিটিয়েছে। 

ওই ছাত্রের বাবা এমদাদুল হক বলেন, ‘এ ঘটনার আগে শিক্ষক আব্দুল লতিফ মঙ্গলবার স্কুলে তাঁর ছেলেকে চড়সহ এলোপাতাড়ি মারধর করেন। এতে ক্ষুব্ধ হয়ে সে এই কাণ্ড ঘটায়। এ ঘটনায় আমরা দুঃখিত।’ 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমাকেও মারধরের হুমকী দিচ্ছেন ওই ছাত্রের অভিভাবকেরা। বিষয়টি আমি থানা কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ছাড়াও বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটিতে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’ 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। খতিয়ে দেখা হচ্ছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ