হোম > সারা দেশ > রংপুর

হলহলিয়া নদী থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি

ঘটনাস্থলে স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের রৌমারীতে ভারতীয় সীমান্তের শূন্যরেখার কাছাকাছি হলহলিয়া নদীতে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ পাওয়া গেছে। গতকাল শুক্রবার (২৭ জুন) রাত ৮টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পূর্ব ইটালুকান্দা এলাকার সীমান্তঘেঁষা হলহলিয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

আজ শনিবার বেলা ১১টা পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা, লাশটি ভারত থেকে ভেসে এসেছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, আন্তর্জাতিক সীমানা ১০৫৩ মেইন পিলার থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুপুরে গরু চরাতে গেলে নদীতে মরদেহ ভাসতে দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি বিজিবি ও পুলিশকে জানানো হয়। বিজিবি ও পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. মোসাদ্দেক হোসেন বলেন, মরদেহটি বেশ কয়েক দিন আগের মনে হয়েছে। অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ওসি লুৎফর রহমান বলেন, ‘সীমান্তের ২০০ থেকে ৩০০ গজের কাছাকাছি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। স্থানীয়দের ধারণা, লাশটি ভারত থেকে ভেসে এসেছে। ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ