হোম > সারা দেশ > রংপুর

রমেক হাসপাতালে ভর্তি রোগীর ৭০ শতাংশে করোনা উপসর্গ

প্রতিনিধি, রংপুর সদর (রংপুর)

বর্তমানে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পাঁচটি মেডিসিন ইউনিটে রোগী ভর্তি রয়েছে ৩১৯ জন। এসব রোগীর ৭০ ভাগেরই করোনার উপসর্গ রয়েছে। এ ছাড়া প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে। নতুন ভর্তি হওয়া অধিকাংশ রোগীই করোনার উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে বলে জানিয়েছে মেক হাসপাতাল কর্তৃপক্ষ। 

সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে মেডিসিন বিভাগের পাঁচটি ইউনিটে মারা গেছে ৬০ জন রোগী। এদের অনেকেরই অন্যান্য রোগের সঙ্গে করোনার উপসর্গ ছিল। 

দায়িত্বরত চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতালে তাৎক্ষণিকভাবে শ্বাসকষ্ট, জ্বর নিয়ে ভর্তি হওয়া রোগীদের শুরুতেই করোনার চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে তাঁদের পরীক্ষা–নিরীক্ষা করে করোনা পজিটিভ ধরা পড়ছে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিটি রোগীর সঙ্গেই একাধিক স্বজন রয়েছেন। যাঁরা রোগীকে ঘিরে বসে বা শুয়ে আছেন। এসব ওয়ার্ডে চিকিৎসকেরা ঝুঁকি নিয়ে চিকিৎসা দিচ্ছেন। শুধু সার্জিক্যাল মাস্ক পরিধান করে রোগীদের খুব কাছাকাছি থেকে চিকিৎসা দিচ্ছেন তাঁরা। নার্সদের ক্ষেত্রেও একই অবস্থা। তাঁরাও ঝুঁকি নিয়ে সেবা দিচ্ছেন। 

নাম প্রকাশ না করার শর্তে মেডিসিন ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসক বলেন, এখানে যাঁরা ভর্তি হন তাঁদের আরটিপিসিআর টেস্ট করালে করোনা নেগেটিভ আসে ৪০ শতাংশ। এইচআরসিটি পরীক্ষা করালে সঠিক রিপোর্ট পাওয়া যায়। সেখানে করোনায় শনাক্ত হন। অনেকেই আবার সিজনাল জ্বরে আক্রান্ত হয়ে আসছেন। এ ক্ষেত্রে চিকিৎসা নেওয়ার সাত বা দশ দিন পরেই সুস্থ হয়ে উঠছেন তাঁরা। 

নীলফামারীর সৈয়দপুর থেকে আসা সাবিনা ইয়াসমিন এবং গাইবান্ধার পলাশবাড়ী থেকে আসা ফিরোজা বেগম দুজনই নিজ নিজ স্বামীকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করিয়েছেন। তাঁরা জানান, সাত দিন ধরে স্বামী জ্বরে ভুগছেন। ওষুধ খাওয়াচ্ছেন কিন্তু জ্বর ভালো হচ্ছে না। কী করবেন এ নিয়ে দিশেহারা তাঁরা। 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. রেজাউল করিম জানান, এখন জ্বর–সর্দি–কাশির রোগীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। এর মধ্যে কারও সিজনাল জ্বর, আবার কারও করোনা। এ ক্ষেত্রে প্রথমেই তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পরীক্ষার পর যাদের করোনা পজিটিভ হচ্ছে, তাঁদের আলাদা চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ