হোম > সারা দেশ > রংপুর

রমেক হাসপাতালে ভর্তি রোগীর ৭০ শতাংশে করোনা উপসর্গ

প্রতিনিধি, রংপুর সদর (রংপুর)

বর্তমানে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পাঁচটি মেডিসিন ইউনিটে রোগী ভর্তি রয়েছে ৩১৯ জন। এসব রোগীর ৭০ ভাগেরই করোনার উপসর্গ রয়েছে। এ ছাড়া প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে। নতুন ভর্তি হওয়া অধিকাংশ রোগীই করোনার উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে বলে জানিয়েছে মেক হাসপাতাল কর্তৃপক্ষ। 

সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে মেডিসিন বিভাগের পাঁচটি ইউনিটে মারা গেছে ৬০ জন রোগী। এদের অনেকেরই অন্যান্য রোগের সঙ্গে করোনার উপসর্গ ছিল। 

দায়িত্বরত চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতালে তাৎক্ষণিকভাবে শ্বাসকষ্ট, জ্বর নিয়ে ভর্তি হওয়া রোগীদের শুরুতেই করোনার চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে তাঁদের পরীক্ষা–নিরীক্ষা করে করোনা পজিটিভ ধরা পড়ছে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিটি রোগীর সঙ্গেই একাধিক স্বজন রয়েছেন। যাঁরা রোগীকে ঘিরে বসে বা শুয়ে আছেন। এসব ওয়ার্ডে চিকিৎসকেরা ঝুঁকি নিয়ে চিকিৎসা দিচ্ছেন। শুধু সার্জিক্যাল মাস্ক পরিধান করে রোগীদের খুব কাছাকাছি থেকে চিকিৎসা দিচ্ছেন তাঁরা। নার্সদের ক্ষেত্রেও একই অবস্থা। তাঁরাও ঝুঁকি নিয়ে সেবা দিচ্ছেন। 

নাম প্রকাশ না করার শর্তে মেডিসিন ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসক বলেন, এখানে যাঁরা ভর্তি হন তাঁদের আরটিপিসিআর টেস্ট করালে করোনা নেগেটিভ আসে ৪০ শতাংশ। এইচআরসিটি পরীক্ষা করালে সঠিক রিপোর্ট পাওয়া যায়। সেখানে করোনায় শনাক্ত হন। অনেকেই আবার সিজনাল জ্বরে আক্রান্ত হয়ে আসছেন। এ ক্ষেত্রে চিকিৎসা নেওয়ার সাত বা দশ দিন পরেই সুস্থ হয়ে উঠছেন তাঁরা। 

নীলফামারীর সৈয়দপুর থেকে আসা সাবিনা ইয়াসমিন এবং গাইবান্ধার পলাশবাড়ী থেকে আসা ফিরোজা বেগম দুজনই নিজ নিজ স্বামীকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করিয়েছেন। তাঁরা জানান, সাত দিন ধরে স্বামী জ্বরে ভুগছেন। ওষুধ খাওয়াচ্ছেন কিন্তু জ্বর ভালো হচ্ছে না। কী করবেন এ নিয়ে দিশেহারা তাঁরা। 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. রেজাউল করিম জানান, এখন জ্বর–সর্দি–কাশির রোগীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। এর মধ্যে কারও সিজনাল জ্বর, আবার কারও করোনা। এ ক্ষেত্রে প্রথমেই তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পরীক্ষার পর যাদের করোনা পজিটিভ হচ্ছে, তাঁদের আলাদা চিকিৎসা দেওয়া হচ্ছে। 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ