হোম > সারা দেশ > কুড়িগ্রাম

নাগেশ্বরীতে নৌকাডুবির ৫ দিন পর নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদে নৌকাডুবিতে নিখোঁজের পাঁচ দিন পর ভেসে উঠেছে ওই নারীর মরদেহ। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে স্বজন ও পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

আজ শুক্রবার দুপুরে ঘটনাস্থল থেকে প্রায় আধ কিলোমিটার ভাটিতে আদর্শ বাজারসংলগ্ন এলাকা থেকে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন মৃতের ফুপাতো ভাই ওসমান গনি।

উদ্ধার হওয়া মরদেহটি গৃহবধূ নালো বেগমের (৫০)। তিনি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের নদের তীরবর্তী তেলিয়ানীকুটি গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী। গত সোমবার সকালে দুধকুমার নদ পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ হন তিনি।

বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য আবেদ আলী আজকের পত্রিকাকে জানান, সোমবার বেলা সাড়ে ১১টায় ছোট বোনের বাড়ি ঘুরে মুড়িয়ার পূর্ব ঘাট থেকে অতিরিক্ত মালবোঝাই একটি নৌকায় দুধকুমার নদ পাড়ি দিয়ে বাড়ি ফিরছিলেন নালো বেগম। কিছু দূর গিয়ে মালামাল, যাত্রীসহ নৌকাটি ডুবে যায়।

আবেদ আলী আরও বলেন, ‘অন্য যাত্রীরা সাঁতরে তীরে পৌঁছালেও নিখোঁজ হন নালো বেগম। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পায়নি। পরে ওই দিন বেলা আড়াইটার দিকে রংপুর থেকে ডুবুরি দল এসে তাদের সঙ্গে যোগ দেয়। পরদিন মঙ্গলবার দুপুর পর্যন্ত চেষ্টা করে ফিরে যায় ডুবুরি দল।’

নালো বেগমের ফুপাতো ভাই ওসমান গনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বোন নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর আজ (শুক্রবার) দুপুর সাড়ে ১২টার দিকে দুধকুমারের ভাটিতে, আদর্শ বাজার এলাকায় ভেসে ওঠে। পরে সেখান থেকে উদ্ধার করা হয়।’

এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তামবীরুল ইসলাম জানান, ভাসমান মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ