হোম > সারা দেশ > রংপুর

অপরাজিতা নারীদের নেতা হলেন তৃতীয় লিঙ্গের মারুফা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

রংপুরের মিঠাপুকুর উপজেলার অপরাজিতা নারী ও ইউনিয়ন পরিষদের নারী সদস্যদের সমন্বয়ে  ১৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এতে তৃতীয় লিঙ্গের মারুফা আক্তার মিতুকে সভাপতি ও ইউনিয়ন পরিষদের নারী সদস্য রিক্তা বেগমকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। 

আজ রোববার অপরাজিতা প্রকল্পের আওতায় ওই কমিটির অনুমোদন দেওয়া হয়। এটি ডেমোক্রেসি ওয়াচ নামে একটি বেসরকারি সংগঠনের একটি প্রকল্প। 

অপরাজিতা প্রকল্পের সংগঠক আরফিনা আক্তার জানান, গত বুধবার উপজেলার শঠিবাড়ি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্থানীয় অপরাজিতা ও ইউনিয়ন পরিষদের নারী সদস্যদের সমন্বয়ে আলোচনা সভা করে ‘অপরাজিতা নেটওয়ার্ক’ নামে কমিটি গঠন করে। এতে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি উপজেলা কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে নব গঠিত কমিটিতে তৃতীয় লিঙ্গের মারুফা আক্তার মিতুকে সভাপতি ও ময়েনপুর ইউনিয়ন পরিষদের সদস্য রিক্তা বেগমকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। 

আরফিনা আক্তার আরও জানান, নারীদের উদ্যোগে গঠিত  ১৯ সদস্যের উপজেলা কমিটিতে তৃতীয় লিঙ্গের মারুফা আক্তার মিতুকে সভাপতি ও ময়েনপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্য রিক্তা বেগমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। মূলত নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন, নারী নেতৃত্ব সৃষ্টি ও নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার জন্য অপরাজিতা নেটওয়ার্ক নামে কমিটিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। 

এ বিষয়ে সভাপতি মারুফা আক্তার মিতু বলেন, ‘ইউনিয়ন পরিষদের নারী সদস্যরা বৈষম্যের শিকার। আমরা কমিটির মাধ্যমে ন্যায্য দাবি আদায়ে কাজ করব।’

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস