হোম > সারা দেশ > গাইবান্ধা

পলাশবাড়ীতে মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে নিহত ১

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইজিবাইকচালক আবু হোসেন (৫৫) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই দিন সন্ধ্যায় ঢাকা-রংপুর মহাসড়কের জুনদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আবু হোসেনের বাড়ি পলাশবাড়ী পৌরসভার রাইগ্রামে। তাঁর বাবার নাম খাদেম হোসেন। দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যার দিকে যাত্রীবাহী ইজিবাইক নিয়ে জুনদহ বাজার এলাকা থেকে পলাশবাড়ী শহরের দিকে আসছিলেন আবু হোসেন। এ সময় বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে আবু হোসেনসহ তিনজন আহত হন। 

আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে আবু হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকেরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে আবু হোসেনের মৃত্যু হয়। 

অপর আহত দুজন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু