হোম > সারা দেশ > রংপুর

৩ বছর পর চালু হচ্ছে বাংলাবান্ধা স্থলবন্দর

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঈদুল ফিতরের ছুটির পরেই পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরটি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, ‘ঈদুল ফিতরের ছুটির পরেই পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরটি খুলে দেওয়া হবে। ভৌগোলিক কারণে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আমাদের কাছে এই স্থলবন্দর গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বর্তমানে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানিতে যেসব বাধা রয়েছে, তা অচিরেই সমাধান করা হবে। ভারত অংশে রাস্তা প্রশস্ত, উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্র ও কাস্টমসের উপকমিশনার কার্যালয় স্থাপনের মাধ্যমে বাণিজ্য আরও সম্প্রসারণ করা হবে।’

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৩ মার্চ বিশ্বব্যাপী করোনা মহামারির প্রকোপ বেড়ে যাওয়ায় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরটিতে সমস্ত কার্যক্রম বন্ধ রাখা হয়।
 
ভারতে ভ্রমণের জন্য ভিসা আবেদনকারীরা যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয় এ বিষয়টি তিনি সংশ্লিষ্টদের সতর্ক করে মনোজ কুমার বলেন, ‘আবেদনকারীদের কাছে নির্ধারিত ফি ছাড়া কোনো অতিরিক্ত টাকা না নেওয়ার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।’ 

এ সময় উপস্থিত ছিলেন—ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন, ভারতীয় ভিসা আবেদন সেন্টারের ইনচার্জ সোহাগ চন্দ্র বিশ্বাসসহ পদস্থ কর্মকর্তারা।

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার