হোম > সারা দেশ > রংপুর

৩ বছর পর চালু হচ্ছে বাংলাবান্ধা স্থলবন্দর

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঈদুল ফিতরের ছুটির পরেই পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরটি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, ‘ঈদুল ফিতরের ছুটির পরেই পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরটি খুলে দেওয়া হবে। ভৌগোলিক কারণে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আমাদের কাছে এই স্থলবন্দর গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বর্তমানে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানিতে যেসব বাধা রয়েছে, তা অচিরেই সমাধান করা হবে। ভারত অংশে রাস্তা প্রশস্ত, উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্র ও কাস্টমসের উপকমিশনার কার্যালয় স্থাপনের মাধ্যমে বাণিজ্য আরও সম্প্রসারণ করা হবে।’

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৩ মার্চ বিশ্বব্যাপী করোনা মহামারির প্রকোপ বেড়ে যাওয়ায় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরটিতে সমস্ত কার্যক্রম বন্ধ রাখা হয়।
 
ভারতে ভ্রমণের জন্য ভিসা আবেদনকারীরা যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয় এ বিষয়টি তিনি সংশ্লিষ্টদের সতর্ক করে মনোজ কুমার বলেন, ‘আবেদনকারীদের কাছে নির্ধারিত ফি ছাড়া কোনো অতিরিক্ত টাকা না নেওয়ার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।’ 

এ সময় উপস্থিত ছিলেন—ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন, ভারতীয় ভিসা আবেদন সেন্টারের ইনচার্জ সোহাগ চন্দ্র বিশ্বাসসহ পদস্থ কর্মকর্তারা।

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ