হোম > সারা দেশ > গাইবান্ধা

দুই ছেলের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ফজলে রাব্বী

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টায় তাঁর গ্রামের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর দুই ছেলের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

এর আগে সোমবার ফজলে রাব্বী মিয়ার মরদেহ দুপুর ২টায় হেলিকপ্টারে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় পৌঁছায়। সেখান থেকে মরদেহ নেওয়া হয় ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদা ও শ্রদ্ধা নিবেদন শেষে বিকেল ৩টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ডেপুটি স্পিকারের ভাগনে মাওলানা রোকনুজ্জামান।

জানাজার আগে ডেপুটি স্পিকারের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন সংসদ সদস্য শাহজাহান খাঁন, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক, বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা।

জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেয়। এরপর বিকেল সাড়ে ৫টায় গটিয়া গ্রামে তাঁর নিজ বাড়িতে আরও একবার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যা সোয়া ৬টায় পারিবারিক কবরস্থানে তাঁর দুই ছেলের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার