দিনাজপুরের চিরিরবন্দরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পাঁচটি পরিবারের বসতঘর। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের গিনাসাপাড়া গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ওই এলাকার আলতাব হোসেন, নজরুল হোসেন, আবু হানিফা, আব্দুস সালাম, আবু সায়েদের বসতবাড়ি পুড়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য অনুকূল চক্রবর্তী বলেন, সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে খেতের কাজ করতে যান ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনেরা। এ সময় আব্দুস সালামের রান্না ঘরের চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পাঁচটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হয়। পরে সৈয়দপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে এর আগে বসতবাড়ি পাঁচটি পুড়ে যায়। ভয়াবহ আগুনে গবাদিপশু ও হাঁসমুরগি পুড়ে গেছে। এতে পাঁচটি পরিবারের প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছে।
এদিকে ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা সিদ্দীকা ঘটনাস্থল পরিদর্শন করে সহযোগিতা প্রদানের নির্দেশ দেন।