হোম > সারা দেশ > রংপুর

বড়পুকুরিয়া কয়লাখনিতে আবারও বিক্ষোভে শ্রমিকেরা

দিনাজপুর প্রতিনিধি

নিজ নিজ কর্মস্থলে যোগদান ও করোনাকালীন বকেয়া বেতন-ভাতার দাবিতে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি পালন করছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিক কর্মচারী ইউনিয়ন। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে পরিবার-পরিজন নিয়ে কয়লাখনির গেটে লাগাতার বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়। 

জানা যায়, গত ১১ এপ্রিল কয়লাখনির শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করেন এবং ব্যবস্থাপনা পরিচালককে স্মারকলিপির মাধ্যমে সমস্যা সমাধানে ১৫ রমজান পর্যন্ত আল্টিমেটাম দেন। কিন্তু খনি কর্তৃপক্ষ ওই সময়ের মধ্যে কোনো পদক্ষেপ নেয়নি। তাই আজ থেকে তিন দিনব্যাপী আবারও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। 

আজ সকালে খনির প্রধান গেটে অবস্থান নিয়ে শ্রমিকেরা বিক্ষোভ করেন। তবে রমজানের কারণে বেলা ১টার দিকে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়। 

কর্মসূচিতে বক্তারা বলেন, ‘অবিলম্বে সব শ্রমিককে তাঁদের নিজ নিজ কর্মস্থলে যোগদানের সুযোগ দিতে হবে, করোনাকালীন বকেয়া বেতন-ভাতা প্রদান করতে হবে। এ ছাড়া করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরও খনির অভ্যন্তরে শ্রমিকদের অবরুদ্ধ করে রাখা এবং ৮ ঘণ্টার পরিবর্তে ১২ ঘণ্টা কাজ করানোর বিষয়ে প্রতিবাদ জানাচ্ছি।’ 

এ বিষয়ে বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কারুজ্জামান খান বলেন, শ্রমিকদের কাজে ফেরানোর বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। 

বকেয়া বেতনের বিষয়ে প্রকৌশলী বলেন, করোনাকালে শ্রমিকেরা তো কাজই করেননি। কাজ না করলে বেতন পাবেন কীভাবে? 

বিক্ষোভ কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য দেন বড়পুকুরিয়া শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড