হোম > সারা দেশ > রংপুর

 ৮ শতাধিক শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা শুরু 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

আট শতাধিক শিক্ষার্থী নিয়ে নীলফামারীর সৈয়দপুরে তিন দিনব্যাপী রোবোটিকস কর্মশালা শুরু হয়েছে। আজ শুক্রবার শহরের ড্রিম প্লাস অ্যান্ড রিসোর্টে কর্মশালার ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর। 

আয়োজক সংগঠন ‘কিছু করি’র সভাপতি ম ম রেজাউল হক বিদ্যুতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল রায়হান। 

মুখ্য আলোচক ছিলেন ব্র্যাক অন্বেষার প্রতিষ্ঠাতা প্রকৌশলী ও ব্র্যাক ইউনিভার্সিটির লেকচারার রায়হান সামস অন্তরা ও আব্দুল্লাহ হিল কাফি। আমন্ত্রিত আলোচক ছিলেন সৈয়দপুর বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের প্রধান প্রকৌশলী মো. শওকত আলী, দ্বিচারি প্রজেক্টের ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মুনতাসির আহাদ। ভার্চুয়ালি যুক্ত ছিলেন আমেরিকার মিশিকান ইউনিভার্সিটির রোবট রিসার্চ ফেলো ড. মোক্তাদির আলম আরাফাত। 

আরও বক্তব্য দেন সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, কিছু করি’র কারিগরি কমিটির সদস্য সাংবাদিক জসিম উদ্দীন, সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষক লোকমান হাকিম, সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর জোবাইদুর রহমান শাহীন প্রমুখ। 

সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন জানান, সৈয়দপুরের ৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় আট শতাধিক শিক্ষার্থী এ কর্মশালায় অংশ নিচ্ছে। এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা। যাতে করে শিক্ষার্থীরা দেশ ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করতে পারে। কাল রোববার কর্মশালা শেষ হবে।

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা