হোম > সারা দেশ > রংপুর

ইউএনওর মিটিংয়ে হত্যা মামলার আসামি!

লালমনিরহাট প্রতিনিধি 

ইউএনওর সঙ্গে বৈঠকে হত্যা মামলার পলাতক আসামি। ছবি: আজকের পত্রিকা

জুলাই আন্দোলনে নয়ন হত্যা মামলার এজাহারনামীয় আসামি খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মিটিং করলেও পুলিশের চোখে তিনি পলাতক।

আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সভায় অংশ নেন হত্যা মামলার ৭৪ নম্বর এজাহারনামীয় আসামি কামরুল ইসলাম কাজল।

কামরুল ইসলাম কাজল উপজেলার কুমড়িরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের মালগড়া গ্রামের ওলি আহমেদের ছেলে এবং সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের আত্মীয়। ইউএনও ওই সভায় সভাপতিত্ব করেন।

তবে আদিতমারী ইউএনও বিধান কান্তি হালদার বলেন, ‘প্রধান শিক্ষক কামরুল ইসলাম কাজলের বিরুদ্ধে জুলাই আন্দোলনের হত্যা মামলা রয়েছে, তা আমার জানা ছিল না। মামলা থাকলে পুলিশ তাঁকে কেন গ্রেপ্তার করছে না? জরুরি এক সভায় অন্য শিক্ষকদের সঙ্গে তিনিও (কাজল) উপস্থিত ছিলেন।’

আদিতমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘কুমড়িরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হত্যা মামলার আসামি, তা আমার জানা ছিল না। অন্য শিক্ষকদের সঙ্গে তিনি মিটিংয়ে উপস্থিত ছিলেন। মামলার কোনো নথি আমাদের কাছে নেই।’

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, ‘আসামি প্রকাশ্যে ঘুরলেও আমাদের কিছু করার নেই। মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে গ্রেপ্তার করবে। এটা যেহেতু মোহাম্মদপুর থানার মামলা, তাই ওই থানা ভালো বলতে পারবে। অন্য থানার মামলায় অভিযুক্ত কোনো আসামিকে গ্রেপ্তারের কোনো নির্দেশনা আমাদের কাছে নেই।’

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড