হোম > সারা দেশ > নীলফামারী

ভিসা প্রতারণায় আরও এক যুবক কারাগারে 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

ভিসা প্রতারণার মামলায় নীলফামারীর সৈয়দপুরে সাগর হোসাইন (২৪) নামে আরও যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার পুলিশ তাকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর এ আদেশ দেন। এর আগে উপজেলার চওড়া বাগিচাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

সাগর চওড়া বাগিচাপাড়া এলাকার বাহারাম হোসেনের ছেলে। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর প্রতারণার সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।’ 

পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে কানাডা ও অস্ট্রেলিয়ার ভিসা প্রদানের নামে প্রতারণা করে আসছিল স্থানীয় একটি চক্র। এ প্রতারণার ফাঁদে পড়ে অনেক প্রবাসী সর্বস্বান্ত হয়েছে। এমন অভিযোগ পেয়ে পুলিশ গত ২৯ জানুয়ারি দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইবাজার ফকিরপাড়া এলাকার মো. হাবিব (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। 

পরে ওই ঘটনায় সৈয়দপুর থানার উপপরিদর্শক অপূর্ব চন্দ্র সরকার বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। হাবিবের স্বীকারোক্তি অনুযায়ী আজ এ চক্রের সঙ্গে জড়িত সাগর হোসাইনকে গ্রেপ্তার করা হয়।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ