রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে দুই দিনব্যাপী প্রাচীন যুগ, মধ্যযুগ, সুলতানি ও মোগল আমলের বিভিন্ন স্থাপত্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের তৈরিকৃত নমুনার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ও আজ সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শেখ রাসেল মিডিয়া চত্বরের পাশে সারা দিনব্যাপী এসব স্থাপনার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
গতকাল প্রথম দিনের প্রদর্শনী উদ্বোধন করেন, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান গোলাম রাব্বানী।
তৈরিকৃত নমুনা স্থাপত্যের মধ্যে রয়েছে-বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর ম্যাপ, দিনাজপুরের কান্তজির মন্দির, চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ, ঢাকার লালবাগ কেল্লা, কুমিল্লার শালবনবিহার, নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার, ঢাকার খান মোহাম্মদ মৃধার মসজিদ, বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, কুমিল্লার ময়নামতি, ঢাকার খাজা শাহবাজ মসজিদ, টাঙ্গাইলের আতিয়া জামে মসজিদ, রাজশাহীর বাঘা মসজিদ, নওগাঁর কুসুম্বা মসজিদ, বগুড়ায় অবস্থিত বেহুলার বাসরঘরের গোকুল মেধ, বগুড়ার ভাসু বিহার প্রভৃতি।
প্রদর্শনী দেখতে আসা অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মকুল মিঞা বলেন, ‘এমন প্রদর্শনী সত্যিই প্রশংসনীয়। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে একসঙ্গে অনেকগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে পেয়ে অনেক ভালো লাগছে।’
প্রদর্শনী পরিদর্শন করতে এসে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ প্রভাষক মহুয়া শবনম বলেন, ‘ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের আয়োজন দেখে আমি মুগ্ধ হয়েছি। এ ধরনের উদ্যোগ একটা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য খুবই প্রয়োজনীয়। আমাদের সবাইকে জানা দরকার দেশের কোথায় কোথায় এবং কী কী প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে।’
বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক গোলাম রাব্বানী জানান, সশরীরে এসব জায়গায় না গিয়েও শিক্ষার্থীদের এমন কাজ সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে শিক্ষার্থীদের নিয়ে এমন ব্যতিক্রমী আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে অন্যান্য শিক্ষকদের সহযোগিতা কামনা করেন তিনি।