হোম > সারা দেশ > রংপুর

আনসার সদস্যদের পোকা ধরা চাল বিতরণ করায় কর্মকর্তাকে অব্যাহতি

 রংপুর প্রতিনিধি

নিষেধাজ্ঞা অমান্য করে আনসার সদস্যদের মধ্যে ঈদের আগে পোকা ধরা আতপ চাল বিতরণের অভিযোগে রংপুরের সার্কেল অ্যাডজুট্যান্ট রাসেল আহমেদকে স্টোর ও রেশন কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোহাম্মদ গাদ্দাফী স্বাক্ষরিত আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। 

একই সঙ্গে ওই আদেশে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রংপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেকেন্দার আলীকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে জেলা স্টোর এবং রেশন সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 

জেলা কার্যালয় সূত্রে জানা যায়, ২০২১ সালে ২ হাজার ৬৮০ কেজি আতপ চাল আসে রংপুরে। নির্দেশনা অনুযায়ী বিতরণ করা হয় মাত্র ৫০০ কেজি চাল। নিয়মবহির্ভূত এক বছরের চাহিদায় প্রয়োজনের চেয়ে চার বছরের অতিরিক্ত চাল আসায় রংপুর জেলার রেশন স্টোরে ২ হাজার ১০০ কেজিরও বেশি চাল থেকে যায়। 

সূত্র বলছে, আনসার সদস্যের পারিবারিক রেশন সামগ্রীর মধ্যে পাঁচ পর্বে আতপ চালের প্রয়োজন ছিল ৫৩৩ কেজি। কিন্তু রংপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে চাহিদা বাড়িয়ে দেওয়া হয়েছিল ২ হাজার ৬৬৮ কেজি। যা দিয়ে প্রায় পাঁচ বছরের চাহিদা পূরণ করা সম্ভব। জেলার চাহিদার প্রেক্ষিতে ২ হাজার ১৪৭ কেজি আতপ চাল বেশি আসে। প্রয়োজনের চেয়ে বেশি এই চাল পরে রেশন স্টোরে রাখা হয়। 

বিষয়টি জানাজানি হলে সঙ্গে সঙ্গেই প্রধান কার্যালয় থেকে শোকজ করা হয় জেলা কার্যালয়কে। এর জন্য ভুল স্বীকার করে ক্ষমা চান জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট রাসেল আহমেদ। এই চাল বিক্রি করে নতুন চাল কেনার শর্তে ক্ষমা করা হয় তাকে। কিন্তু ক্ষমার শর্ত ও নিষেধাজ্ঞা ভঙ্গ করে দীর্ঘ এক বছর স্টোরে ফেলে রেখে সেই পুরোনো চালই বিতরণ শুরু করেন এই কর্মকর্তা। 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ