হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে সেনাবাহিনীর সহায়তায় ফুটপাত দখলমুক্ত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি 

সৈয়দপুরে সেনাবাহিনীর সহায়তায় ফুটপাথ দখলমুক্ত। ছবি: সংগৃহীত

নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরে সেনাবাহিনী অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করেছে। গতকাল বুধবার দিনব্যাপী এই অভিযানে নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী।

নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরে অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। বুধবার দিনব্যাপী এই অভিযানের নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী। তাঁকে সার্বিক সহযোগিতা করেন সেনাবাহিনী, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সুধীজন।

সৈয়দপুর পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা করে আসছিলেন দোকানিরা। কেউ কেউ ভাড়া দিয়ে বাড়তি অর্থ আদায় করছিলেন। ফলে পথচারীদের চলাচলে দুর্ভোগ ও যানজটে লোকজনকে নাকাল হতে হচ্ছিল। এর আগে তীব্র যানজটের কারণে কয়েকজনের প্রাণহানির ঘটনাও ঘটে। তীব্র যানজটের কারণে বিমানবন্দরে পৌঁছানো এবং দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্স চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো।

ইতিপূর্বে কয়েক দফা ফুটপাত দখলমুক্ত করা হলেও আবার আগের জায়গায় ফেরেন দোকানিরা। এবার পৌর পরিষদ সেনাবাহিনী স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ী নেতাদের সহযোগিতায় ফুটপাত দখলমুক্ত করে।

সৈয়দপুরে সেনাবাহিনীর সহায়তায় ফুটপাথ দখলমুক্ত। ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে চাইলে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ হোসেনসহ ব্যবসায়ী নেতারা এবং অন্য সবার সার্বিক সহযোগিতায় শহরের ফুটপাত দখলমুক্ত করা সম্ভব হয়েছে। তাতে মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। যাতে নতুন করে কেউ ফুটপাতে বসতে না পারে, সে বিষয়ে নজর রাখা হচ্ছে।

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস