হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে সেনাবাহিনীর সহায়তায় ফুটপাত দখলমুক্ত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি 

সৈয়দপুরে সেনাবাহিনীর সহায়তায় ফুটপাথ দখলমুক্ত। ছবি: সংগৃহীত

নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরে সেনাবাহিনী অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করেছে। গতকাল বুধবার দিনব্যাপী এই অভিযানে নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী।

নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরে অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। বুধবার দিনব্যাপী এই অভিযানের নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী। তাঁকে সার্বিক সহযোগিতা করেন সেনাবাহিনী, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সুধীজন।

সৈয়দপুর পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা করে আসছিলেন দোকানিরা। কেউ কেউ ভাড়া দিয়ে বাড়তি অর্থ আদায় করছিলেন। ফলে পথচারীদের চলাচলে দুর্ভোগ ও যানজটে লোকজনকে নাকাল হতে হচ্ছিল। এর আগে তীব্র যানজটের কারণে কয়েকজনের প্রাণহানির ঘটনাও ঘটে। তীব্র যানজটের কারণে বিমানবন্দরে পৌঁছানো এবং দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্স চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো।

ইতিপূর্বে কয়েক দফা ফুটপাত দখলমুক্ত করা হলেও আবার আগের জায়গায় ফেরেন দোকানিরা। এবার পৌর পরিষদ সেনাবাহিনী স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ী নেতাদের সহযোগিতায় ফুটপাত দখলমুক্ত করে।

সৈয়দপুরে সেনাবাহিনীর সহায়তায় ফুটপাথ দখলমুক্ত। ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে চাইলে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ হোসেনসহ ব্যবসায়ী নেতারা এবং অন্য সবার সার্বিক সহযোগিতায় শহরের ফুটপাত দখলমুক্ত করা সম্ভব হয়েছে। তাতে মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। যাতে নতুন করে কেউ ফুটপাতে বসতে না পারে, সে বিষয়ে নজর রাখা হচ্ছে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ