হোম > সারা দেশ > নীলফামারী

কিশোরগঞ্জে বিদ্যালয়ের তালা ভেঙে ৮ ল্যাপটপ চুরি

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে এক বিদ্যালয়ের তালা ভেঙে আটটি ল্যাপটপ চুরি হয়েছে। গতকাল শনিবার রাতে শহরের শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। তবে থানার কার্যক্রম বন্ধ থাকায় এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করতে পারেনি কর্তৃপক্ষ।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে স্কুলের কর্মচারীরা স্কুল তালাবদ্ধ করে চলে যান। গতকাল রাতে নৈশপ্রহরী দায়িত্বে ছিলেন। আজ রোববার সকালে শিক্ষকেরা বিদ্যালয়ে এসে আইসিটি ডিজিটাল ল্যাবের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। তাঁরা ভেতরে গিয়ে দেখেন ল্যাবে থাকা ১৭টি ল্যাপটপের মধ্যে ৮টি চুরি হয়েছে। থানার কার্যক্রম বন্ধ থাকায় এখনো লিখিত অভিযোগ দায়ের করতে পারেননি।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক বুলবুল আহমেদ বলেন, ‘বৃহস্পতিবার কর্মচারীরা তালা দিয়ে স্কুল থেকে চলে যান। আজ সকালে স্কুলে এসে আমরা আইসিটি ল্যাবের তালা ভাঙা অবস্থায় দেখতে পাই। পরে ভেতরে গিয়ে দেখতে পাই আটটি ল্যাপটপ চুরি হয়েছে। অভিযোগ দায়ের করতে থানায় যাই, কিন্তু কার্যক্রম বন্ধ থাকায় এখনো লিখিত অভিযোগ দায়ের করতে পারিনি।’ 

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল বলেন, ‘বর্তমান পরিস্থিতির কারণে এখনো থানার কার্যক্রম শুরু করতে পারিনি। সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার জন্য এসেছে, আশা করি বিকেল থেকে কার্যক্রম শুরু হবে। থানার কার্যক্রম শুরু হলে অভিযোগ নেওয়া হবে।’

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ