হোম > সারা দেশ > নীলফামারী

কিশোরগঞ্জে বিদ্যালয়ের তালা ভেঙে ৮ ল্যাপটপ চুরি

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে এক বিদ্যালয়ের তালা ভেঙে আটটি ল্যাপটপ চুরি হয়েছে। গতকাল শনিবার রাতে শহরের শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। তবে থানার কার্যক্রম বন্ধ থাকায় এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করতে পারেনি কর্তৃপক্ষ।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে স্কুলের কর্মচারীরা স্কুল তালাবদ্ধ করে চলে যান। গতকাল রাতে নৈশপ্রহরী দায়িত্বে ছিলেন। আজ রোববার সকালে শিক্ষকেরা বিদ্যালয়ে এসে আইসিটি ডিজিটাল ল্যাবের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। তাঁরা ভেতরে গিয়ে দেখেন ল্যাবে থাকা ১৭টি ল্যাপটপের মধ্যে ৮টি চুরি হয়েছে। থানার কার্যক্রম বন্ধ থাকায় এখনো লিখিত অভিযোগ দায়ের করতে পারেননি।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক বুলবুল আহমেদ বলেন, ‘বৃহস্পতিবার কর্মচারীরা তালা দিয়ে স্কুল থেকে চলে যান। আজ সকালে স্কুলে এসে আমরা আইসিটি ল্যাবের তালা ভাঙা অবস্থায় দেখতে পাই। পরে ভেতরে গিয়ে দেখতে পাই আটটি ল্যাপটপ চুরি হয়েছে। অভিযোগ দায়ের করতে থানায় যাই, কিন্তু কার্যক্রম বন্ধ থাকায় এখনো লিখিত অভিযোগ দায়ের করতে পারিনি।’ 

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল বলেন, ‘বর্তমান পরিস্থিতির কারণে এখনো থানার কার্যক্রম শুরু করতে পারিনি। সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার জন্য এসেছে, আশা করি বিকেল থেকে কার্যক্রম শুরু হবে। থানার কার্যক্রম শুরু হলে অভিযোগ নেওয়া হবে।’

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

ব্রাকসু নির্বাচন: মনোনয়নপত্র জমার শেষ দিনে অফিসে তালা, কর্মকর্তারা লাপাত্তা