হোম > সারা দেশ > নীলফামারী

কিশোরগঞ্জে বিদ্যালয়ের তালা ভেঙে ৮ ল্যাপটপ চুরি

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে এক বিদ্যালয়ের তালা ভেঙে আটটি ল্যাপটপ চুরি হয়েছে। গতকাল শনিবার রাতে শহরের শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। তবে থানার কার্যক্রম বন্ধ থাকায় এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করতে পারেনি কর্তৃপক্ষ।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে স্কুলের কর্মচারীরা স্কুল তালাবদ্ধ করে চলে যান। গতকাল রাতে নৈশপ্রহরী দায়িত্বে ছিলেন। আজ রোববার সকালে শিক্ষকেরা বিদ্যালয়ে এসে আইসিটি ডিজিটাল ল্যাবের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। তাঁরা ভেতরে গিয়ে দেখেন ল্যাবে থাকা ১৭টি ল্যাপটপের মধ্যে ৮টি চুরি হয়েছে। থানার কার্যক্রম বন্ধ থাকায় এখনো লিখিত অভিযোগ দায়ের করতে পারেননি।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক বুলবুল আহমেদ বলেন, ‘বৃহস্পতিবার কর্মচারীরা তালা দিয়ে স্কুল থেকে চলে যান। আজ সকালে স্কুলে এসে আমরা আইসিটি ল্যাবের তালা ভাঙা অবস্থায় দেখতে পাই। পরে ভেতরে গিয়ে দেখতে পাই আটটি ল্যাপটপ চুরি হয়েছে। অভিযোগ দায়ের করতে থানায় যাই, কিন্তু কার্যক্রম বন্ধ থাকায় এখনো লিখিত অভিযোগ দায়ের করতে পারিনি।’ 

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল বলেন, ‘বর্তমান পরিস্থিতির কারণে এখনো থানার কার্যক্রম শুরু করতে পারিনি। সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার জন্য এসেছে, আশা করি বিকেল থেকে কার্যক্রম শুরু হবে। থানার কার্যক্রম শুরু হলে অভিযোগ নেওয়া হবে।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ