হোম > সারা দেশ > রংপুর

কাভার্ড ভ্যান রেখে পালানোর চেষ্টা, ৫৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

গাঁজাসহ আটক শামীম মিয়া। ছবি: সংগৃহীত

রংপুরের কাউনিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৫ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে র‍্যাব। এ সময় জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যান।

আটক ব্যক্তির নাম শামীম মিয়া (২৯)। তিনি উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাধু গ্রামের মুনছুর আলীর ছেলে। আজ শুক্রবার দুপুরে তাঁকে মাদক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

জানতে চাইলে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, র‍্যাব-১৩ সদর কোম্পানি রংপুরের একটি আভিযানিক দল গতকাল বৃহস্পতিবার উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবার এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান চালায়। বেলা আড়াইটার দিকে আভিযানিক দল মহাসড়কে সাদা-হলুদ রঙের কাভার্ড ভ্যান থামানোর সংকেত দেয়।

এ সময় চেকপোস্টের সামনে কাভার্ড ভ্যান রেখে গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন শামীম মিয়া। একপর্যায়ে ধাওয়া করে তাঁকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কাভার্ড ভ্যানে রাখা ব্যাগের ভেতর থেকে ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া দুটি মোবাইল ফোন ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।

ওসি আব্দুল লতিফ শাহ বলেন, উদ্ধার হওয়া গাঁজার মূল্য প্রায় ১১ লাখ টাকা। এ ঘটনায় আজ র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা করেছে।

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার