হোম > সারা দেশ > রংপুর

রংপুরের সিঙ্গারা খেয়ে মুগ্ধ ভারতীয় হাইকমিশনার

রংপুর প্রতিনিধি

রংপুরের বিখ্যাত সিঙ্গারা হাউসের সিঙ্গারা খেয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। সোমবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর হাড়িপট্টি রোডের বিখ্যাত সিঙ্গারা হাউস পরিদর্শনে আসেন তিনি। এ সময় সিঙ্গারা হাউসের সিঙ্গারা খেয়ে তিনি ভূয়সী প্রশংসা করেন। 

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ভারতীয় হাইকমিশনার বলেন, ‘সিঙ্গারা হাউসের পরিবেশের মধ্যে ঐতিহ্যের ছাপ রয়েছে। এর স্বাদ অনেক চমৎকার। এখানে আসতে পেরে আমি পুলকিত।’ 

এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাট্টি, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ হাইকমিশনার দপ্তরের কর্মকর্তারা। 

প্রসঙ্গত, প্রায় ৭০ বছর আগে কানাই লাল বর্মন রংপুর নগরীর হাড়িপট্টি রোডে সিঙ্গারা হাউস নাম দিয়ে প্রতিষ্ঠানটি শুরু করেন। তাঁর মৃত্যুর পর তাঁর ছেলে ও বর্তমানে তাঁর নাতিরা সিঙ্গারা হাউস পরিচালনা করছেন। স্বাদে ভিন্নতা থাকায় কয়েক যুগ ধরে সিঙ্গারা প্রেমীদের পছন্দের জায়গা রংপুরের এই সিঙ্গারা হাউস। শুরুটা ২ টাকা প্লেট দিয়ে হলেও নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় প্রতি প্লেট সিঙ্গারা এখন বিক্রি হচ্ছে ১৩ টাকায়। 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ