হোম > সারা দেশ > নীলফামারী

গৃহবধূর লাশ উদ্ধার, পলাতক স্বামীসহ শ্বশুর-শাশুড়ি

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে শ্বশুরবাড়ি থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পুটিমারি ইউনিয়নের ধাইজান কিশামত গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। 

ওই গৃহবধূর নাম সুমি আক্তার (২৪)। তিনি ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে আতিকুল ইসলামের স্ত্রী। এই দম্পতির ১৩ মাস বয়সী এক ছেলে রয়েছে। 

নিহতের স্বজন ও প্রতিবেশী সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত ৩টার দিকে সুমির স্বামী গৃহবধূর মাকে মোবাইল ফোনে কল করে জানায় তাঁর মেয়ে গুরুতর অসুস্থ। এ খবর শুনে তাঁর মা ছুটে আসার পরে সুমির মরদেহ বিছানায় দেখতে পায়। তা দেখে শ্বশুরবাড়ির পরিবারের লোকজনকে জিজ্ঞেস করলে তাঁরা জানায় আত্মহত্যা করেছে। শ্বশুরবাড়ির লোকজন ১৩ মাস বয়সী সন্তানকে কোলে নিয়ে পালিয়ে যায়। পরে স্বজনেরা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

নিহতের মা শবিতন বেগম বলেন, ‘গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে আমার জামাই আমাকে মোবাইল ফোনে জানায় আপনার মেয়ে অসুস্থ। আমি এসে দেখি আমার মেয়ের নিথর দেহ বিছানায় পড়ে আছে। তাদের জিজ্ঞেস করলে তারা আমাকে বলে সে আত্মহত্যা করেছে। পরে মেয়ের শরীরে আঘাতের চিহ্ন দেখে তাঁদের জিজ্ঞেস করলে তারা সবাই বাড়ি থেকে বের হয়ে যায়। আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’ 

কিশোরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, নীলফামারী সদর হাসপাতালের মর্গে মরদেহ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ