রংপুরের কাউনিয়ায় ধর্ষণের ঘটনায় অন্তঃসত্ত্বা নারীর মামলায় মো. বিপ্লব মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার ফাতাংটারী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার বিপ্লব মিয়া উপজেলার হারাগাছ পৌরসভার পাইকার বাজার এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারিসুল ইসলাম।
ওসি বলেন, ওই নারী বিবাহিত। তাঁর তিনটি সন্তান রয়েছে। প্রায় তিন বছর আগে স্বামী তাঁকে ছেড়ে ঢাকায় গিয়ে অন্য নারীকে বিয়ে করে সেখানে থাকেন। দীর্ঘ তিন বছর ধরে স্বামী তাঁর কাছে আসেন না।
ওই নারী সন্তানদের নিয়ে তাঁর মায়ের কাছে বসবাস করছেন। এই সুযোগে গত বছরের ২৫ আগস্ট বিপ্লব মিয়া ওই নারীকে বাড়িতে একা পেয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। এরপরও ওই নারীকে বিভিন্ন সময় ধর্ষণ করেন বিপ্লব মিয়া। ধর্ষণের ফলে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
ওসি আরও জানান, আজ সকালে ভুক্তভোগী ওই নারী হারাগাছ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের পরপরই হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) কমল মোহন্ত সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকার ফাতাংটারী গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার বিপ্লব মিয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।