রংপুরের গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় মোরসালিন ইসলাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের মরিয়ম ছিল্লানীর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোরসালিন উপজেলার বড়বিল ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ বুধবার সকালে মোরসালিন শাহিন নামের এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলের পার্টস কিনতে গঙ্গাচড়া বাজারে যাচ্ছিলেন। পথে মরিয়ম ছিল্লানীর মোড় নামক স্থানে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। তাতে মাথায় আঘাত পেয়ে মোরসালিন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত শাহিনকে এলাকাবাসী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্বজনদের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।