হোম > সারা দেশ > রংপুর

মোটরসাইকেলের তেলের ট্যাংকে ফেনসিডিল, গ্রেপ্তার ২ 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর থেকে ২৩ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের পাঞ্চরভাঙ্গা তিস্তা সড়ক সেতু এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে রংপুর জেলা গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি অ্যাপাচি আরটিআই মোটরসাইকেল এবং মোবাইল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—এ সময় গাইবান্ধার সাদুল্যাপুরের ফরিদপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মো. আব্দুল্লাহ নোমান (২০) ও একই এলাকার আব্দুল সালাম সরকারের ছেলে ইউনুস আলী সরকার স্বপন (২০)।

থানা-পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল পাঞ্চরভাঙ্গা তিস্তা সড়ক সেতু এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে দুই মাদক কারবারিকে আটক করে। এ সময় তাদের সঙ্গে থাকা একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৩ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। পরে মোটরসাইকেল ও মোবাইলসহ ফেনসিডিলগুলো জব্দ করা হয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাহানুর আলম সরকার বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে আটক দুজনকে আসামি করে মামলা করেছেন। তাদের আজ (শনিবার) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ