হোম > সারা দেশ > রংপুর

মোটরসাইকেলের তেলের ট্যাংকে ফেনসিডিল, গ্রেপ্তার ২ 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর থেকে ২৩ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের পাঞ্চরভাঙ্গা তিস্তা সড়ক সেতু এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে রংপুর জেলা গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি অ্যাপাচি আরটিআই মোটরসাইকেল এবং মোবাইল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—এ সময় গাইবান্ধার সাদুল্যাপুরের ফরিদপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মো. আব্দুল্লাহ নোমান (২০) ও একই এলাকার আব্দুল সালাম সরকারের ছেলে ইউনুস আলী সরকার স্বপন (২০)।

থানা-পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল পাঞ্চরভাঙ্গা তিস্তা সড়ক সেতু এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে দুই মাদক কারবারিকে আটক করে। এ সময় তাদের সঙ্গে থাকা একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৩ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। পরে মোটরসাইকেল ও মোবাইলসহ ফেনসিডিলগুলো জব্দ করা হয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাহানুর আলম সরকার বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে আটক দুজনকে আসামি করে মামলা করেছেন। তাদের আজ (শনিবার) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ