হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

পুলিশের অনুষ্ঠানে অতিথির আসনে বসা আ.লীগ নেতা গ্রেপ্তার

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি 

পুলিশের হাতে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা শামসুল হক। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠানে অতিথির আসনে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা আওয়ামী লীগ নেতা ও আমজানখোর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে তাঁকে আটক করে বালিয়াডাঙ্গী থানা–পুলিশ। পরে তাঁকে বালিয়াডাঙ্গী থানায় করা একটি রাজনৈতিক মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার।

গ্রেপ্তার হওয়া শামসুল হক উপজেলার আমজানখোর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও আমজানখোর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর দুই ছেলে বকুল ও নাসিরুল ইসলাম বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি।

এর আগে গতকাল আমজানখোর ইউনিয়ন পরিষদ চত্বরে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠানে অতিথির আসনে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন আওয়ামী লীগের ওই নেতা। এর পরে সমালোচনার মুখে তাঁকে আটক করে পুলিশ।

বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার বলেন, তাঁর বিরুদ্ধে সীমান্তে সাম্প্রদায়িক উসকানি দিয়ে দাঙ্গা তৈরির অভিযোগ রয়েছে। এ ছাড়া কয়েকটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি তিনি।

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার