হোম > সারা দেশ > রংপুর

পীরগাছায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধার 

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় ট্রেনে কাটা পড়ে ছকিনা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার চৌধুরাণী-কান্দি সড়ক সংলগ্ন রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বৃদ্ধা মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবার আসলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ বুঝে দেওয়া হবে।

ছকিনা বেগম পীরগাছা উপজেলার কান্দি মনিরামপুর গ্রামের ছমির উদ্দিন ব্যাপারীর মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাটের দিকে যাচ্ছিল। এদিন সকাল সাড়ে ৭টার দিকে চৌধুরাণী-কান্দি রেলক্রসিং পার হওয়ার সময় ওই বৃদ্ধা ট্রেনে কাটা পড়েন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

পীরগাছা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জেনারুল ইসলাম বলেন, ‘লালমনি এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টার দিকে ওই ক্রসিং পার হওয়ার সময় কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। বিষয়টি জিআরপি থানায় জানানো হয়েছে।’

নিহতের বোন ছালেহা বেগম জানান, তারা তিন বোন এক সঙ্গে থাকতেন। ফজরের সময় তিনজন একসঙ্গে নামাজ পড়েন। এরপর সকালে ছকিনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ছকিনা বেগম ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করত। দুপুরের দিকে দুর্ঘটনার খবর পাওয়া গেলেও দেরিতে যাওয়ার কারণে মরদেহ জিআরপি পুলিশ নিয়ে যায়।

স্থানীয় কান্দি ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল বলেন, ‘ওই নারী পরিবার খুবই গরিব মানুষ। তারা তিন বোন ভিক্ষাবৃত্তি করে চলেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ