হোম > সারা দেশ > রংপুর

রংপুরে মোটরসাইকেল চাপায় বৃদ্ধা নিহত, গ্রেপ্তার ২

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের সারঙ্গপুর গ্রামে মোটরসাইকেল চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত বৃদ্ধার নাম শ্রীমতি কান্ত বালা (৬৫)। গতকাল মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন, মোটরসাইকেল চালক মো. মাহফুজ হাসান মিলন (২১) ও আরোহী এস এম জাহিদুল ইসলাম রাহি (২০)। 

আজ বুধবার গ্রেপ্তার মোটরসাইকেল চালক ও আরোহীকে রংপুর আদালতে পাঠানো হয়েছে। 

স্থানীয়রা জানিয়েছেন, গতকাল মঙ্গলবার বৃদ্ধা শ্রীমতি কান্ত বালা বাড়ির সামনে ফাঁকা জায়গায় বসে ছিলেন। দুপুর সোয়া দুইটার দিকে হারাগাছ থেকে দুজন যুবক মোটরসাইকেলে রংপুর শহরের দিকে যাচ্ছিলেন। চালক নিয়ন্ত্রণ হারিয়ে শ্রীমতি কান্ত বালার ওপর মোটরসাইকেলটি তুলে দেন। এতে মোটরসাইকেলের চাপায় শ্রীমতি কান্ত বালা গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহতের ছেলে বিজয় চন্দ্র বলেন, 'মোটরসাইকেলের চালক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে ইচ্ছাকৃতভাবে মায়ের ওপর মোটরসাইকেল তুলে দিয়ে হত্যা করেছে।' 

তবে বাইকের চালক মাহফুজ হাসান মিলন ও আরোহী এস এম জাহিদুল ইসলাম রাহি এ বিষয়ে বলেন, 'শহরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা বাইককে চাপা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল রাস্তার পাশে পড়ে গেলে ওই নারী আঘাত পান। ইচ্ছাকৃতভাবে এ দুর্ঘটনা ঘটানো হয়নি।'

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, 'দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে মোটরসাইকেলের চালক ও আরোহীকে আটক করা হয়। পরে নিহতের ছেলে বাদী হয়ে গত মঙ্গলবার রাতেই বাইকের চালক ও আরোহীকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আটক বাইকের চালক ও আরোহীকে গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার রংপুর আদালতে পাঠানো হয়েছে।' তিনি আরও বলেন, 'এটি একটি দুর্ঘটনা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ছাড়পত্রের কাগজে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।'     

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ