হোম > সারা দেশ > রংপুর

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রংপুরে উৎসবের আমেজ

শিপুল ইসলাম, রংপুর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজ মঙ্গলবার রংপুরে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারাগঞ্জ, মিঠাপুকুর ও পীরগঞ্জে পৃথক নির্বাচনী সভায় ভাষণ দেবেন তিনি। প্রথম পথসভা তারাগঞ্জে হওয়ায় ভোর থেকে ব্যানার-ফেস্টুন হাতে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যাচ্ছেন সভাস্থলের দিকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষে ভরে যাচ্ছে তারাগঞ্জ ও/এ সরকারি কলেজ মাঠ। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে রংপুরে এখন উৎসবের আমেজ।

জেলা প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকালে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর সেখান থেকে সড়কপথে রংপুরের তারাগঞ্জ ও/এ সরকারি কলেজ মাঠে নির্বাচনী পথসভায় পৌঁছে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। সেখান থেকে পীরগঞ্জে আসার পথে মিঠাপুকুর উপজেলায় রংপুর-৫ আসনের নৌকার প্রার্থী রাশেক রহমানের একটি নির্বাচনী পথসভায় বক্তব্য দেবেন। এরপর প্রধানমন্ত্রী পীরগঞ্জে তাঁর শ্বশুরবাড়ি জয় সদনে যাবেন। সেখানে তিনি তাঁর প্রয়াত স্বামী পরমাণুবিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত ও পরিবারের লোকজনের সঙ্গে মতিবিনিময় করবেন। বেলা সাড়ে ৩টার দিকে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকাল থেকে রংপুর বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে দলের নেতা-কর্মীরা সভাস্থলে আসতে শুরু করেছেন। স্লোগানে স্লোগানে মুখর তারাগঞ্জ ও/এ সরকারি কলেজ মাঠ। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে তারাগঞ্জ। গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। 

চিকলী থেকে সমাবেশস্থলে এসেছেন তুরাব হোসেন (৫০)। তিনি বলেন, ‘হামরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাক দেখপার আলছি। গ্রামের বুড়া, চেংরা সবাই মিলি নৌকার মিছিল ধরি আসছি। শেখ হাসিনার ভাষণ শুনি বাড়ি যামো।’
 

ইকরচালী থেকে আসা গৃহবধূ খয়রন বেগম (৩২) বলেন, ‘শেখ হাসিনাক হামরা টিভিত দেখছি। আইজ সকালে আলছি নিজ চোখে দেখার তকনে। নিজ কানে তাঁর কথা শোনার তকনে।’

বালাবাড়ী থেকে মিছিল নিয়ে আসা ইদ্রিস আলী (৫৫) বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের আগোত শেখের বেটি তারাগঞ্জ আসছিল। পাঁচ বছর পর ফির আইল। গতবার ভিড়ের জন্যে ভেতরোত যাবার পাও নাই। ওই জন্যে এবার সকাল সকাল আলচু শেখ হাসিনাক দেখপার।’ 

মিছিল নিয়ে তারাগঞ্জের সভাস্থলে প্রবেশ করেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক। এ সময় তিনি বলেন, ‘সভা শুরুর আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী আসছেন, তিনি এলেই উন্নয়ন আরও সহজ হয়ে যায়। তিনি এই এলাকার প্রত্যাশিত উন্নয়ন করেছেন। আমাদের এই আসনের ভোটাররাও গর্বিত। আমরা ওনার প্রতি কৃতজ্ঞ।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ