হোম > সারা দেশ > রংপুর

‘অবহেলায়’ প্রসূতির মৃত্যু, জরিমানা ২ লাখ টাকা

রংপুর প্রতিনিধি

রংপুর নগরীর ইসলামবাগ আর কে রোড এলাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল হসপিটালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। ছবি: আজকের পত্রিকা

রংপুর নগরীর ইসলামবাগ আর কে রোড এলাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল হসপিটালে এক প্রসূতির মৃত্যুর অভিযোগের পর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে হাসপাতালটিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন। আজ বুধবার বিকেল ৫টার দিকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অংশ নেন সেনাবাহিনী, সিভিল সার্জন কার্যালয় ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কর্মকর্তারা।

অভিযানে হাসপাতালটিতে নানা অনিয়ম ও চিকিৎসা ব্যবস্থাপনায় গাফিলতির প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেশকাতুল আবেদ। তিনি বলেন, হাসপাতালটিতে একজন প্রসূতির চিকিৎসা অবহেলার কারণে মৃত্যুর ঘটনার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। হাসপাতালটির কাগজপত্র নবায়ন করা না থাকায় এবং অন্যান্য সমস্যা থাকার কারণে ২ লাখ টাকা জরিমানা ও অনাদায় এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম বলেন, হাসপাতালটির অপারেশন থিয়েটার রুমে কিছু ইকুইপমেন্ট কমতি রয়েছে। ২০ বেডের অনুমোদন থাকলেও ৩০টি বেড রয়েছে। পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক, নার্স ও কর্মচারীর সংকট রয়েছে। তাদের সতর্ক করার পাশাপাশি এসব ঠিক করার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে।

এ বিষয়ে সিভিল সার্জন শাহীন সুলতানা বলেন, রংপুর জেলায় প্রতিনিয়তই ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোর কার্যক্রম মনিটরিং করা হচ্ছে এবং অবৈধ ও অনিয়মিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।

এদিকে ১৬ জুন যৌথ বাহিনীর অভিযানে স্বপ্ন জেনারেল হাসপাতাল বন্ধ করার পরেও গোপনে রোগী ভর্তি কার্যক্রম ও অপারেশন করে আসার অভিযোগে আবারও অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ