হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধার ৪টি ইউনিয়নে হচ্ছে না নির্বাচন

গাইবান্ধা প্রতিনিধি

তফসিল ঘোষণা হলেও তৃতীয় দফায় গাইবান্ধার দুই উপজেলার চারটি ইউনিয়নে হচ্ছে না নির্বাচন। ইউনিয়নগুলো হচ্ছে, পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ও বরিশাল এবং সুন্দরগঞ্জ উপজেলার চন্ডীপুর ও হরিপুর। তবে নির্বাচন না হওয়ার কোনো কারণ জানা যায়নি। শনিবার জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মোত্তালিব এ তথ্য নিশ্চিত করেন।

তৃতীয় দফায় নির্বাচন না হওয়ার কারণ জানেন না জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মোত্তালিব। তিনি আজ মুঠোফোনে বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন সুস্পষ্ট কিছু জানায়নি। তাঁরা অবশিষ্ট ইউনিয়নগুলোর নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি নিচ্ছেন।

তফসিল অনুযায়ী, তৃতীয় দফায় পলাশবাড়ী উপজেলার মোট ৮টি ইউনিয়নের মধ্যে ৬টি এবং সুন্দরগঞ্জ উপজেলার মোট ১৫টি মধ্যে ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ৪ নভেম্বর বাছাই, ১১ নভেম্বর প্রত্যাহারের শেষ দিন এবং ২৮ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

এ দিকে পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ও বরিশাল ইউনিয়নে ভোট গ্রহণের দাবিতে গতকাল সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন কিশোরগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাহবুবর রহমান, গোলাম মোস্তফাসহ কয়েকজন। বক্তারা উপজেলার ওই দুটি ইউনিয়নে তৃতীয় দফায় ২৮ নভেম্বর নির্বাচনের দাবি জানান।

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার