হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধার ৪টি ইউনিয়নে হচ্ছে না নির্বাচন

গাইবান্ধা প্রতিনিধি

তফসিল ঘোষণা হলেও তৃতীয় দফায় গাইবান্ধার দুই উপজেলার চারটি ইউনিয়নে হচ্ছে না নির্বাচন। ইউনিয়নগুলো হচ্ছে, পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ও বরিশাল এবং সুন্দরগঞ্জ উপজেলার চন্ডীপুর ও হরিপুর। তবে নির্বাচন না হওয়ার কোনো কারণ জানা যায়নি। শনিবার জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মোত্তালিব এ তথ্য নিশ্চিত করেন।

তৃতীয় দফায় নির্বাচন না হওয়ার কারণ জানেন না জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মোত্তালিব। তিনি আজ মুঠোফোনে বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন সুস্পষ্ট কিছু জানায়নি। তাঁরা অবশিষ্ট ইউনিয়নগুলোর নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি নিচ্ছেন।

তফসিল অনুযায়ী, তৃতীয় দফায় পলাশবাড়ী উপজেলার মোট ৮টি ইউনিয়নের মধ্যে ৬টি এবং সুন্দরগঞ্জ উপজেলার মোট ১৫টি মধ্যে ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ৪ নভেম্বর বাছাই, ১১ নভেম্বর প্রত্যাহারের শেষ দিন এবং ২৮ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

এ দিকে পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ও বরিশাল ইউনিয়নে ভোট গ্রহণের দাবিতে গতকাল সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন কিশোরগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাহবুবর রহমান, গোলাম মোস্তফাসহ কয়েকজন। বক্তারা উপজেলার ওই দুটি ইউনিয়নে তৃতীয় দফায় ২৮ নভেম্বর নির্বাচনের দাবি জানান।

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ