হোম > সারা দেশ > রংপুর

এবার ডিসি, ইউএনও, এসি ল্যান্ডের শাস্তি এবং ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

শালমারা নদী সুরক্ষা কমিটির আয়োজনে মানববন্ধন। ছবি: সংগৃহীত

রিভারাইন পিপলের শালমারা নদী সুরক্ষা কমিটির আয়োজনে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের তাবোয়ার ঘাটে আজ সকাল ১০টায় একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধনে শালমারা নদী ইজারা দেওয়ার সঙ্গে জড়িত ডিসি, ইউএনও, এসি ল্যান্ডের শাস্তি এবং ইজারা বাতিলের দাবি করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন শালমারা নদী সুরক্ষা কমিটির সভাপতি শাহ জালাল। বক্তৃতা দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, শালমারা নদী সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক রাঙা মিয়া, নদী সংগঠক আতিকুর রহমান, রফিক মিয়া, মজিবর রহমান, আজিজার রহমান, মাহফুজার রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রিভারাইন পিপল ক্লাবের আহ্বায়ক ছাওমুন পাটোয়ারি সুপ্ত প্রমুখ।

অধ্যাপক তুহিন ওয়াদুদ বলেন, ‘প্রবহমান নদী শালমারা ইজারা দেওয়া সংবিধান, আইন এমনকি উচ্চ আদালতের রায়ের লঙ্ঘন। যারা এ কাজের সঙ্গে জড়িত তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। শালমারা তিন নামে তিন স্থানে অবৈধভাবে মোট প্রায় ৫১ একর ইজারা দেওয়া হয়েছে। এই ইজারাও বাতিল করতে হবে।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ