হোম > সারা দেশ > রংপুর

বিরামপুরে বন্ধুর মানিব্যাগ রক্ষা করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বকুল হোসেন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে বিরামপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। উপজেলার হাবিবপুর গ্রামের মেহেদুল ইসলামের ছেলে বকুল হাবিবপুর দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিল।

নিহত বকুলের মামা হামিদুর রহমান বলেন, আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে কয়েকজন বন্ধুকে নিয়ে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে চড়ে গন্তব্যে যেতে অপেক্ষা করছিল বকুল হোসেন। এ সময় এক বন্ধুর হাত ফসকে একটি ব্যাগ নিচে পড়ে যায়। ব্যাগটি বন্ধুর হাতে তুলে দিতে চেষ্টা করছিল বকুল। এ সময় ২ নম্বর লাইন দিয়ে যাওয়া পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের বগির ধাক্কায় ছিটকে পড়ে সে।

বকুলকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, বুকে গুরুতর আঘাতের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বিরামপুর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার আনন্দ কুমার চক্রবর্তী বলেন, সকাল সোয়া ৯টার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ক্রসিংয়ের জন্য চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি স্টেশনেv ১ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিল। এ সময় ২ নম্বর লাইন দিয়ে যাওয়া পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের একটি বগির ধাক্কায় ছিটকে পড়ে বকুল নামের কিশোর।

এ বিষয়ে জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার